বাংলা হান্ট ডেস্কঃ আজ ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের (By election) ফলাফল ঘোষণা হল। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্য ত্রিপুরার (Tripura) ২টি কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা হল শুক্রবার। যদিও উপনির্বাচনের পর থেকেই এই দুই কেন্দ্রে লাগাতার পুননির্বাচনের দাবি জানিয়ে এসেছিল বিরোধী বাম শিবির। অন্যদিকে বিজেপির আত্মবিশ্বাস ছিল দুটিতেই ফুটবে পদ্ম।
এদিন উপনির্বাচনের ফলাফল সামনে আসতেই উড়লো গেরুয়া ঝড়। বিজেপির (BJP) নিজের দখলে থাকা ধনপুর কেন্দ্রের পাশাপাশি সিপিএমের (CPM) দখলে থাকা সংখ্যালঘু অধ্যুষিত বক্সনগরেও ক্ষমতা কায়েম করল বিজেপি শিবির।
উপনির্বাচনের ফলাফল আসতে দেখা যায় সিপিএমকে একেবারে ধুলোর সাথে মিশিয়ে দিয়েছে বিজেপি। বক্সনগরে বিজেপি প্রার্থী তফজ্জল হোসেন পেয়েছেন ৩৪,১৪৬ ভোট। যেখানে সিপিএমের মিজান হোসেন পেয়েছেন মাত্র ৩,৯০৯ ভোট।
আরও পড়ুন: অবশেষে বেতন বাড়ছে সরকারি কর্মীদের! পুজোর আগেই খুশির খবর শোনালো রাজ্য সরকার
আর সিপিএমের দখলে থাকা ধনপুরে বিজেপির বিন্দু দেবনাথ পেয়েছেন ৩০,০০৭ ভোট। অনেকটা পিছিয়ে সিপিএমের কৌশিক চন্দ পেয়েছেন ১১,১৪৬ ভোট। আগে থেকেই ছাপ্পার অভিযোগ তুলে বাম শিবির এদিনের ভোট গণনা বয়কট করেন।
আরও পড়ুন: ধূপগুড়িতে কেন হারলেন? মিডিয়ার সামনে আসল কারণ জানালেন বিজেপি প্রার্থী তাপসী রায়
প্রসঙ্গত, বক্সনগর কেন্দ্রে সিপিএম প্রার্থীর মৃত্যুর পর উপনির্বাচন হয়। অন্যদিকে বিধানসভা ভোটে ধনপুর কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। পরে দলের নির্দেশে সাংসদ পদটি রেখে দিয়ে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন মন্ত্রী। তার পদত্যাগের পর এই আসনে উপনির্বাচন হয়। আর আজ নির্বাচনের ফলাফল হাতে আসতেই দেখা গেল, দুই কেন্দ্রেই ছক্কা হাকিয়েছে বিজেপি।