ইন্দ্রানী সেন, বাঁকুড়া: বিজেপি কর্মীর স্ত্রীর শ্লীলতাহানি ও মারধোরের অভিযোগ উঠলো শাসক দলের বিরুদ্ধে। ঘটনাটি বাঁকুড়ার হীড়বাঁধের গোবরদা গ্রামের। এই ঘটনার প্রতিবাদে সোমবার সন্ধ্যায় বিজেপি কর্মী সমর্থকরা হীড়বাঁধ থানায় গিয়ে বিক্ষোভ দেখান। বিজেপির অভিযোগ, এদিন সকালে এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত কয়েকজন লাঠি, রড নিয়ে বিজেপি কর্মীর বাড়িতে হামলা চালায়। তার স্ত্রীর শ্লীলতাহিনির পাশাপাশি ধর্ষণের হুমকি দেয় বলেও অভিযোগ।
এই ঘটনার পর অভিযুক্ত তৃণমূল কর্মীরা ঐ গ্রামেরই বিজেপি সমর্থক বাপ্পা রঞ্জন দে ও সমাপ্তি রঞ্জন দের দোকানে ঢুকে তাদের মারধোর, দোকান ভাঙ্গচুর ও অবাধ লুঠপাট চালায় বলে অভিযোগ।
একই সঙ্গে ‘নিচু জাতি’র কোন মহিলা বিজেপি করলে তাদের ‘ধর্ষণ’ ও ছেলেদের ‘খুন’ করার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে এদিন সন্ধ্যায় বেশ কিছু বিজেপি সমর্থক অভিযুক্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে হীড়বাঁধ থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান।
যদিও এবিষয়ে তৃণমূলের তরফে এবিষয়ে কোন প্রতিক্রিয়া মেলেনি।