ধরনা মঞ্চে পোস্টার হাতে উপস্থিত মাংস বিক্রেতা BJP কর্মী! দেদার স্লোগান, ভাইরাল ছবি ঘিরে শোরগোল

বাংলা হান্ট ডেস্কঃ স্কুল সার্ভিস কমিশন (SSC) থেকে শুরু করে প্রাথমিক টেট (Primary Tet), একের পর এক নিয়োগ সংক্রান্ত মামলায় উত্তাল বঙ্গ রাজনীতি। প্রতিটি ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে কোণঠাসা তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। একদিকে যখন সিবিআই এবং ইডি তদন্ত করে চলেছে, আবার অপরদিকে মাসের পর মাস অবস্থান বিক্ষোভ করে চলেছে বঞ্চিত চাকরিপ্রার্থীরা আর এর মাঝে এবার বিতর্ক বাড়িয়ে চাকরিপ্রার্থীদের প্রতিবাদে সামিল হলেন মাংস বিক্রেতা এক বিজেপি (Bharatiya Janata Party) কর্মী। শুধু তাই নয়, পরবর্তীতে প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে পর্যন্ত দেখা যায় ওই যুবককে। এই সংক্রান্ত একটি ছবি ভাইরাল হতেই বর্তমানে বিতর্ক ছড়িয়ে পড়েছে সর্বত্র।

উল্লেখ্য, এসএসসি হোক কিংবা প্রাথমিক টেট, নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় একের পর এক চাঞ্চল্যকর মোড় সামনে এসে চলেছে। এই সকল মামলায় প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতা পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি অন্যান্য একাধিক শিক্ষা আধিকারিকরা হেফাজতে। অপরদিকে দিনের পর দিন বিক্ষোভ করে চলেছে চাকরিপ্রার্থীরা। এই পরিস্থিতিতে সরকার যখন ড্যামেজ কন্ট্রোলে ব্যস্ত, ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির একটি কর্মকাণ্ড ইতিমধ্যেই বিতর্কে সৃষ্টি করেছে।

বর্তমানে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে একটি ছবি ক্রমাগত ছড়িয়ে পড়ছে, যেখানে সুদাম গিরি (৪০) নামে এক যুবককে চাকরিপ্রার্থীদের ধরনায় উপস্থিত থাকতে এবং প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে দেখা গিয়েছে। উক্ত প্ল্যাকার্ডে লেখা, ‘আমরা টেট পাশ প্রশিক্ষিত তবুও আমরা বঞ্চিত?’

সুদাম গিরি নামে ওই যুবকের বাড়ি শরৎ চ্যাটার্জি রোডে। এলাকায় বিজেপি কর্মী হিসেবে পরিচিত যুবকের একটি মাংসের দোকান রয়েছে, যা বিক্রি করেই সে জীবন যাপন করে বলে জানা গিয়েছে। ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠে গিয়েছে, একজন মাংস বিক্রেতা চাকরির প্রার্থীদের প্রতিবাদ মঞ্চে প্ল্যাকার্ড হাতে কি করছিলেন? যে প্রশ্নের উত্তরে যুবকের সাফ জবাব, “বিজয় দশমী উপলক্ষে টেট চাকরিপ্রার্থীদের ধরনা মঞ্চে উপস্থিত হয়েছিলাম। উদ্দেশ্য ছিল, তাদের মিষ্টি বিতরণ করা।”

এক্ষেত্রে নিজেকে বিজেপি কর্মী হিসেবে স্বীকার করে নিয়েছে ওই যুবক। একইসঙ্গে সে জানায়, “এলাকার কয়েকজনের সঙ্গে টেট চাকরিপ্রার্থীদের ধরনায় গিয়েছিলাম। এক্ষেত্রে মিষ্টি বিতরণ করার জন্যই যাওয়া হয়েছিল। তবে সেই সময় ওরা পাশে থাকার জন্য অনুরোধ করে। সেই জন্যই পোস্টার হাতে বসে যাই। সেই সময় সম্ভবত কেউ ছবি তুলে তা ভাইরাল করে দিয়েছে।” যদিও এক্ষেত্রে যুবকের স্লোগান দেওয়াকে কেন্দ্র করে ইতিমধ্যে সরগরম হয়ে উঠেছে রাজনীতি।

ssc 1

এদিন এ প্রসঙ্গে হাওড়া জেলার বিজেপি নেতা উমেশ রাই বলেন, “আন্দোলনকারীদের পোস্টার ধরলে সে কখনোই আন্দোলনকারী হয় না। অনেক রাজনৈতিক নেতাই পোস্টার হাতে বসে পড়েন, কারণ তারা আন্দোলনের পাশে থাকতে চান। আসলে আন্দোলনকারীদের সমস্যা থেকে দৃষ্টি সরানোর জন্যই এই ধরনের বিতর্ক তৈরি করা হয়ে চলেছে। আমরা ওদের পাশে রয়েছি। তাছাড়া যে যুবককে নিয়ে আলোচনা হচ্ছে, সে আমাদের কর্মী কিনা তা খোঁজ নিয়ে দেখব।”

Sayan Das

সম্পর্কিত খবর