বাংলা হান্ট ডেস্কঃ কোচবিহারে ভোটের দিনই উদ্ধার হল বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ। কোচবিহারের পাতলাখাওয়া এলাকায় এই ঘটনার জেরে উত্তেজনা ছড়ায়। বিজেপির তরফ থেকে এই ঘটনার জন্য সরাসরি শাসক দল তৃণমূলকে দায়ি করা হয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বিজেপি অভিযোগ করে বলেছে, তাঁদের কর্মীকে মেরে প্রমাণ লোপাটের জন্য ঝুলিয়ে দিয়েছে তৃণমূল।
মৃত বিজেপির কর্মীর নাম অমল দাস। মৃতের পরিবার জানায়, শুক্রবার বিকেলে বাড়ি থেকে বেরিয়েছিল অমল দাস। এরপর থেকে তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি। আর আজ দুপুরে ভোটের দিন তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
বিজেপির স্থানীয় নেতৃত্ব অভিযোগ করে বলে, দীর্ঘদিন থেকেই অমল দাসকে খুনের হুমকি দিচ্ছিল তৃণমূল। এতদিনে তাঁরা সফল হয়নি। অবশেষে ভোটের দিন তাঁকে মেরে ঝুলিয়ে দেয় ওঁরা। আরেকদিকে, তৃণমূল কংগ্রেস সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। তাঁরা পাল্টা এই ঘটনার জন্য বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বলে আখ্যা দিয়েছে।