প্রধানমন্ত্রীর আবাস যোজনায় দুর্নীতি! বিডিও অফিসে তালা BJP- র

বাংলায় ভোটের দামামা বাজার অনেক আগে থেকেই রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে সরব হয় বঙ্গ বিজেপি থেকে কেন্দ্রীয় নেতৃত্বরাও। তবে এবার প্রধানমন্ত্রীর আবাস যোজনার টাকায় আর্থিক নয়ছয়ের অভিযোগে ভোটের মুখেই বিডিও, তালা ঝোলালো বিজেপি (BJP) সমর্থকরা। যা নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে যায় বীরভূমের মল্লারপুরে।

স্থানীয় বিজেপি নেতা অতনু চট্টোপাধ্যায় এদিন অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত প্রধানমন্ত্রীর আবাস যোজনার ব্যাপক দুর্নীতি করে। সেই টাকা নয়ছয়ের অভিযোগ নিয়ে এদিন বিডিও (BDO) অভিস ঘেরা করে বিজেপি কর্মীরা।

BJP Flag 4

এর পাশাপাশি অতনু চট্টোপাধ্যায়ের নেতৃত্বে ময়ূরেশ্বরের এক নম্বর ব্লকের দক্ষিণগ্রাম পঞ্চায়েতের ঘোষগ্রাম সাংসদ নবকুমার লেটের বিরুদ্ধে টাকা গায়েবের অভিযোগ এনেছেন এলাকার ছয় উপভোক্তা। এর পিছনে যারা জড়িত আছে, তাদের বিরুদ্ধে অবিলম্বে এফআইআর দায়ের করার দাবি জানান। কিন্তু বিকেল পর্যন্ত তেমনটা না হওয়ায় বিডিও অফিসের গেটেই তালা ঝুলিয়ে দেয় বিক্ষোভকারীরা।

সেই সময় বিক্ষোভ সামাল দিতে আসা পুলিশ কর্মীদেরকেও ভিতরে আটকে দেয় তারা। অবশেষে অফিসের এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন বিডিও। ভোটমুখী বাংলায় এহেন অভিযোগ শাসকদলে রীতিমত অস্বস্তিতে ফেলে দেয়, তা আর বলার অপেক্ষা রাখেনা।

সম্পর্কিত খবর