আচকাই ধর্মনিরপেক্ষ হয়ে গেলেন নাকি? মন্দির বন্ধ রাখার কারণে উদ্ধব ঠাকরেকে প্রশ্ন রাজ্যপালের

বাংলা হান্ট ডেস্কঃ মহারাষ্ট্রে (Maharashtra) মন্দির গুলোকে আবার খোলার জন্য বিজেপির দ্বারা যায়গায় যায়গায় বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে। বিজেপি কর্মীরা মুম্মবাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দির আর শিরডি সাই বাবা মন্দিরের বাইরে প্রদর্শন করছে। আর এর মধ্যে মহারাষ্ট্রের রাজ্যপাল রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে (Uddhav Thackeray) চিঠি লিখে প্রশ্ন করেন যে, উনি কি এমন দিব্য প্রেম প্রাপ্ত করেছেন যে, আচমকা কট্টর হিন্দু থেকে ধর্মনিরপেক্ষ হয়ে গেলেন। এর জবাবে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বলেন, রাজ্যপালের কাছ থেকে ওনার হিন্দুত্বের পাঠ পড়ার কোনও দরকার নেই।

প্রদর্শনের সময় কয়েকজন প্রদর্শনকারী প্রচুর পুলিশ আর ব্যারিকেডিং থাকার পরেও মন্দিরে প্রবেশ করার চেষ্টা করেন। যদিও, পুলিশ তাঁদের রুখে দেয়। এরপর পুলিশ বিক্ষোভকারীদের গেফতার করে। পুলিশের তরফ থেকে যেকোনও অপ্রিয় ঘটনা এড়াতে কড়া সতর্কতা পালন করা হচ্ছে।

এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির নেতা প্রবীণ দারেকড় বলেন, রাজ্যে মদের দোকান খুলে দেওয়া হয়েছে, এমনকি বাড়িতে বাড়িতে মদ ডেলিভারি করা হচ্ছে। কিন্তু যারা মানসিক শান্তির জন্য মন্দিরে যান, তাঁদের নিয়ে কিছু ভাবছে না সরকার। উদ্ধব সরকার ছোট দোকানদের কথা ভাবছে না। যারা মন্দিরের সামনে দোকান খুলে জীবিকা পালন করে, তাঁদের কি হবে? এই সরকারের অহংকারের ঘড়া পূর্ণ হয়ে গিয়েছে।

বিজেপির আরেক নেতা বলেন, আমাদের দাবি হল সিদ্ধিবিনায়ক মন্দিরে আমাদের প্রবেশ করতে দেওয়া হোক। যদি প্রবেশ করতে দেওয়া না হয়, তাহলে আমরা মন্দিরে যাওয়ার জন্য নিজের মতো করে রাস্তা বানাব। এটা গোটা মহারাষ্ট্রের আন্দোলন। আমরা চাই মহারাষ্ট্রের সমস্ত মন্দির খুলে দেওয়া হোক।


Koushik Dutta

সম্পর্কিত খবর