খেলা হবে? মনোনয়ন বাতিল হতেই পদক্ষেপ! ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত প্রাক্তন IPS দেবাশিসের

বাংলা হান্ট ডেস্কঃ চব্বিশের লোকসভা নির্বাচনের আগে রাজনীতির ময়দানে পা রেখেছেন দেবাশিস ধর (Debasish Dhar)। চাকরি ছেড়ে ভোটে দাঁড়িয়েছিলেন তিনি। বীরভূম কেন্দ্র থেকে তাঁকে টিকিট দিয়েছিল বিজেপি। গত সপ্তাহে মনোনয়নও জমা দেন, তবে তা বাতিল হয়ে যায়। এবার এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হলেন এই প্রাক্তন আইপিএস।

বীরভূমে (Birbhum) হেভিওয়েট তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের বিপরীতে দেবাশিসকে দাঁড় করিয়েছিল বিজেপি (BJP)। জোরকদমে প্রচারও শুরু করে দিয়েছিলেন তিনি। তবে গত ২৫ এপ্রিল জানা যায়, বিজেপির হতে বীরভূম থেকে মনোনয়ন জমা দিয়েছেন দলের আর এক নেতা দেবতনু ভট্টাচার্য। একই কেন্দ্রে একই দলের দুই প্রার্থী কেন মনোনয়ন জমা দিলেন তা নিয়ে শুরু হয়ে যায় চর্চা। এরপরের দিন সামনে আসে আসল খবর।

কমিশনের তরফ থেকে জানানো হয়, ‘নো ডিউ সার্টিফিকেট’ না দেওয়ার কারণে দেবাশিসের প্রার্থীপদ বাতিল করা হয়েছে। বীরভূমের প্রার্থী মনোনয়ন বাতিল হওয়ার জন্য তৃণমূলকে দায়ী করে বিজেপি। অভিযোগ করা হয়, চাকরি থেকে ইস্তফা দেওয়ার পর প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়কে ছাড়পত্র দেওয়া হলেও দেবাশিসকে দেওয়া হয়নি।

আরও পড়ুনঃ সন্দেশখালিতে উদ্ধার বিপুল অস্ত্রভাণ্ডার! সাংবাদিকেরা প্রশ্ন করতেই যা করলেন শেখ শাহজাহান…

এদিকে বীরভূমের পদ্ম প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ার পর বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় আবার আগেই সুপ্রিম কোর্টে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘আমাদের সব আসনেই প্রার্থী হলেন নরেন্দ্র মোদী। তবে আমরা আদালতের দ্বারস্থ হব। রিটার্নিং অফিসারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাব’।

এরপরেই সপ্তাহের শুরুতে জানা গেল, শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন দেবাশিস। বিজেপি নেতার আইনজীবী বলেন, লোকসভা নির্বাচন যেহেতু আসন্ন তাই এই মামলার যাতে দ্রুত শুনানি হয় তার আবেদন জানিয়েছেন তাঁরা।

Debasish Dhar BJP

এদিকে দেবাশিসের মনোনয়ন বাতিল হয়ে যাওয়ায় বিজেপির তরফ থেকে ‘বিকল্প’ প্রার্থী হিসেবে এই কেন্দ্রে দাঁড় করানো হয়েছে দেবতনু ভট্টাচার্যকে। তিনি জানিয়েছেন, দলীয় নেতৃত্বের কথাতেই মনোনয়ন জমা দিয়েছেন তিনি। দেবাশিসের মনোনয়ন বাতিল নিয়ে এবার সুপ্রিম কোর্ট কী রায় দেয় সেদিকেই নজর সকলের।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর