বাংলাহান্ট ডেস্কঃ আজই হতে পারে বিজেপির (bjp) পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ, এমনটাই জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (dilip ghosh)। গতকাল সাড়ে ১১ টা নাগাদ বৈঠক শুরু হওয়ার পর আজ ভোর ৬ টায় কলকাতা ফেরেন দিলীপ ঘোষ, মুকুল রায়, রাহুল সিনহা, রাজীব বন্দ্যোপাধ্যায়রা।
দিল্লীতে বিজেপির নির্বাচনী কমিশনের বৈঠকে অমিত শাহ উপস্থিত না থাকলেও, বৈঠকে অংশ নেন কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, মুকুল রায়, অরবিন্দ মেনন, রাজীব বন্দ্যোপাধ্যায়ের মত বিজেপি নেতৃত্বরা। বৈঠক সেরে কলকাতা বিমানবন্দরে নেমে দিলীপ ঘোষ জানালেন, আজই প্রকাশিত হতে পারে বিজেপির পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা। সেই সঙ্গে মিটে যাবে প্রার্থী নিয়ে দলের অভ্যন্তরের ক্ষোভও।
ধাপে ধাপে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর কিছু জায়গায় প্রার্থীদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিল দলের একাংশ। দলীয় কর্মীদের মধ্যে দেখা দিয়েছিল তীব্র অসন্তোষ। সেসব এবার মিটে যাওয়ার ইঙ্গিত দিলেন দিলীপ ঘোষ। সব বিষয়েই দিল্লীতে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
বাংলা দখলের লড়াইয়ে সকলে মিলে একত্রে লড়াই করার বার্তাও দেন দিলীপ ঘোষ। তাঁর কথায়, দিল্লীতে নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। যেখানকার সদস্যদের মনে ক্ষোভের জন্ম হয়েছে, সেখানে গিয়ে নেতৃত্বরা কথাও বলবেন। তবে আগে যে প্রার্থী তালিকা ঘোষিত হয়ে গিয়েছে, তাতে কোন বদল আসবে না বলেও জানালেন তিনি।