বাংলাহান্ট ডেস্কঃ একুশের বিধানসভা নির্বাচনের আগে বিজেপির বাংলা জয়ের স্বপ্নকে সত্যি করতে, তৃণমূল ছেড়ে পদ্ম শিবিরে নাম লিখিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় (rajib banerjee)। কিন্তু নির্বাচনে না নিজে জয়ী হতে পেরেছেন, না তো বিজেপির বাংলা জয়ের স্বপ্ন সত্যি হয়েছে। কিন্তু ফল প্রকাশের পর থেকেই, আবার যেন তৃণমূলে ফিরে যাওয়ার একটা ইচ্ছা জেগে উঠেছিল রাজীব বন্দ্যোপাধ্যায়ের মনে।
তবে মুকুল রায় বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে যাওয়ার পর মুখ্যমন্ত্রী হুঙ্কার দিয়েছিলেন, ‘নির্বাচনের আগে যারা দল ছেড়েছিলেন, এখন তাঁদের দলে কোন জায়গা নেই’। আর এই কথার সামনেই যেন কিছুটা বাঁধা পাচ্ছেন রাজীব বন্দ্যোপাধ্যায়।
অন্যদিকে নির্বাচনে বিজেপির হারের পর দলের সঙ্গে দূরত্ব তৈরি, মনের মধ্যে দলত্যাগের চাপা ইচ্ছা, সর্বোপরি কুণাল ঘোষের সঙ্গে সাক্ষাৎ- সবকিছুর মধ্যে আজ বিজেপির রাজ্য কমিটির বৈঠকে স্পষ্ট হতে চলেছে রাজীব বন্দ্যোপাধ্যায়ের অবস্থান। সঙ্গে অবস্থান স্পষ্ট হবে কৈলাস বিজয়বর্গীয়রও (kailash vijayborgiyo)- এমনটাই জানা গিয়েছে।
মঙ্গলবার ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত বিজেপির রাজ্য কমিটির বৈঠকে উপস্থিত থাকতে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, অমিত মালব্য, শিবপ্রকাশ। এই বৈঠকের মূল ফোকাসে রয়েছেন কৈলাস বিজয়বর্গীয় এবং রাজীব বন্দ্যোপাধ্যায়। দুজনকেই এই বৈঠকে উপস্থিত থাকার কথা বলা হয়েছে। জানা গিয়েছে, আজকের এই বৈঠকে অবস্থান স্পষ্ট হবে রাজীব- কৈলাসের।
তবে দলীয় কোন্দল প্রকাশ্যে না এনে, ঘর গোছানোর পক্ষেই রয়েছেন বিজেপি নেতৃত্বরা। এপ্রসঙ্গে এক বিজেপি জানিয়েছেন, ‘এই বৈঠক কোন্দল করার নয়, ঘর গোছানোর বৈঠক’।