‘সরকারের পাপ ধুতে হচ্ছে আমাদের’, কালো পোশাকে পরীক্ষা কেন্দ্রে বিস্ফোরক চাকরিহারা শিক্ষকেরা!

Published on:

Published on:

Black dress protest marks SSC Exam 2025 in West Bengal

বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘ প্রতীক্ষার অবসান। ৯ বছর পর ফের অবশেষে রবিবার হল এসএসসির-র (SSC Exam 2025) নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা। দুপুর ১২টা থেকে শুরু হওয়া এই পরীক্ষাকে ঘিরে উত্তেজনা যেমন প্রবল ছিল, তেমনই তৈরি হয়েছিল ক্ষোভ ও প্রতিবাদের আবহ। বিশেষত চাকরি হারানা প্রাক্তন শিক্ষকদের জন্য এ যেন এক নতুন অগ্নিপরীক্ষা।

কালো পোশাকে পরীক্ষাহলে (SSC Exam 2025) পরীক্ষার্থীরা

পরীক্ষাকেন্দ্রে হাজির হয়েই নজর কাড়লেন চাকরিহারা প্রার্থীরা। সোনারপুর বিদ্যাপীঠের দরজায় কালো পোশাক পরে প্রবেশ করলেন বারুইপুরের বাসিন্দা মেহবুব মণ্ডল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি তুলনা টানেন ইতিহাসের নিষ্ঠুর ঘটনার সঙ্গে। তাঁর কথায়, “সতীদাহ প্রথায় যেমন মেয়েদের চিতায় চাপিয়ে দেওয়া হত, গ্যালিলিও-কোপারনিকাসকে যেমন শাস্তি দেওয়া হয়েছিল, ঠিক তেমনই আমাদেরও শাস্তি দেওয়া হচ্ছে। সরকারের পাপের দায় আজ আমাদের কাঁধে।”

আরও এক প্রাক্তন শিক্ষক পরীক্ষার্থী বলেন, “যেদিন আমাদের নিয়োগ হয়েছিল, সেদিন যদি পরীক্ষা স্বচ্ছ থাকত তবে এই পরিস্থিতি তৈরি হত না। আজও দুর্নীতি হবে না তার গ্যারান্টি কে দেবে?” এই আশঙ্কাই যেন ছাপ ফেলছে যোগ্য প্রার্থীদের মনে। তাঁদের দাবি, স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ নিশ্চিত না হলে আবারও দুর্নীতির ছায়া নেমে আসবে।

প্রসঙ্গত, ২০১৬ সালে শেষবার হয়েছিল SSC পরীক্ষা। দুর্নীতির অভিযোগে সুপ্রিম কোর্ট বাতিল করে দেয় সেই পুরো প্যানেল। এর ফলে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী হারান চাকরি। শীর্ষ আদালতের নির্দেশে দীর্ঘ ৯ বছর পর ফের পরীক্ষা (SSC Exam 2025) হল। তবে এখনও SSC নিশ্চিত করে বলতে পারছে না, এবার কোনও দাগি প্রার্থী পরীক্ষায় বসছেন কি না। ফলে এই পরীক্ষা নিয়ে এখনো পুরোপুরি নিশ্চিন্ত নয় যোগ্য প্রার্থীরা।

Black dress protest marks SSC Exam 2025 in West Bengal

আরও পড়ুনঃ আলিপুরে বড় বৈঠক, শেষ মুহূর্তের প্রস্তুতি জানতে ১৫০০ পুজো উদ্যোক্তাকে তলব করলেন কলকাতা পুলিশ কমিশনার

প্রসঙ্গত রবিবার নির্দিষ্ট সময়ে পরীক্ষা (SSC Exam 2025) শুরু এবং সমাপ্ত হয়েছে। পরীক্ষা নিয়ে এখনো কোনো গন্ডগোলে খবর পাওয়া যায়নি। তবে চাকরিহারা শিক্ষকরা কালো পোশাক পড়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করায় তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। একাংশ চাকরিহারা শিক্ষক জানিয়েছে এই পোশাক তাদের প্রতিবাদের সুর। আগামী দিনে এই পরীক্ষার ফলাফল কি হয় এখন সেটাই দেখার।