বাংলা হান্ট ডেস্ক: নাক থুতনি থেকে শুরু করে কপালেও হাত দিলে কাটার মতন লাগে। আচ্ছা আপনিও কি ব্ল্যাকহেডস (Blackheads)নিয়ে জর্জরিত? অনেকে বাড়িতে সূচনা কোন অস্ত্র নিয়ে সেগুলোর উপরে খোঁচাখুঁচি করে। যা একেবারেই উচিত নয়। এতে ভালো হওয়ার তুলনায় খারাপ হয় বেশি আপনার ত্বক। আজকে আপনাদেরকে এমন একটি ঘরোয়া কৌশলের কথা বলবো যা সহজেই ব্ল্যাক হেডস থেকে আপনাকে রেহাই দেবে। ব্ল্যাকহেডস দূর করতে আপনি অনেক টাকায় খরচ করতে পারে। কিন্তু সেখানে আপনার প্রিয় পানীয় কফি (Cofficc) ব্ল্যাকহেডস থেকে মুক্তি দেবে (Blackheads Removal Tips)। তো আজ চটপট বাড়িতেই বানিয়ে ফেলুন কফি মাস্ক (Coffie Mask)।
স্কিনের ব্ল্যাকহেডস মোকাবিলা করতে পারে কফি: (Blackheads Removal Tips)
ব্ল্যাকহেডস হল এক ধরনের ব্রণ যা ত্বকের ছিদ্র বন্ধ হয়ে তৈরি হয়। এগুলি দেখতে ছোট, কালো অথবা গাঢ় রঙের দাগের মতো হয়। যখন ত্বকের ছিদ্রগুলি তেল, মৃত ত্বকের কোষ এবং ব্যাকটেরিয়া দিয়ে বন্ধ হয়ে যায়, তখন ব্ল্যাকহেডস তৈরি হয়। ব্ল্যাকহেডস হলে সবার প্রথম করা দরকার এক্সফোলিয়েট। আর এক্সফোলিয়েটের ক্ষেত্রে সব থেকে উপকারী কফি।
কফিতে রয়েছে প্রচুর পরিমাণে এন্টি অক্সিড্যান্ট। যা ত্বকের ক্ষতির বিরুদ্ধে লড়াই করে। এছাড়াও, কফি দিয়ে মুখ মাসাজ করলে রক্ত সঞ্চালন বৃদ্ধি।যার ফলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে। পাশাপাশি কফি ত্বকের অতিরিক্ত তেল শোষন করে নেয়। বাড়িতে দই কিংবা মধু দিয়ে ঘন পেস্ট বানালে আপনি সহজেই পাবেন ব্ল্যাকহেডস থেকে মুক্তি। নীচে দেওয়া হল তার পদ্ধতি।
কফি এবং মধুর ব্ল্যাকহেড স্ক্রাব
উপকরণ
১ টেবিল চামচ কফি গ্রাউন্ড (খুব মিহি যেন না হয়)
১ টেবিল চামচ কাঁচা মধু
প্রণালী : কফি এবং মধু মিশিয়ে একটি ঘন পেস্ট বানান। এ বার নাক এবং থুতনির মতো ব্ল্যাকহেডস-প্রবণ জায়গাগুলিতে লাগিয়ে দিন। মিনিট তিনেক আলতো করে মাসাজ করুন। ১০ মিনিট রেখে দিন।তারপর হালকা গরম জল দিয়ে ধুয়ে শুকিয়ে নিন। প্রধানত মধু অ্যান্টি-ব্যাক্টেরিয়াল। কফির সঙ্গে মধু মিশিয়ে ব্যবহার করলে ত্বকের ছিদ্র খুলে যায়। যার ফলে ত্বকের মরা চামড়া গুলো এক্সফলিয়ের হয়।
আরও পড়ুন: মোটা বেতন সহ একাধিক সুবিধা, মাস গেলে কত টাকা পান আইএএস আধিকারিকেরা? শুনলে ভিমরি খাবেন
কফি এবং দইয়ের ব্ল্যাকহেড স্ক্রাব
উপকরণ
১ টেবিল চামচ কফি গ্রাউন্ড
১ টেবিল চামচ বাড়িতে পাতা দই
প্রণালী : প্রথমে দই ও কফি দিয়ে একটি মসৃণ পেস্ট বানিয়ে নিন। মুখে মাস্কের মতো মেখে নিন। ১০-১৫ মিনিট রেখে দিন। আলতো করে ঘষে গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। দইতে ল্যাক্টিক অ্যাসিড থাকে, যা মৃত কোষ এবং ব্ল্যাকহেডস ত্বক থেকে আলগা করতে সাহায্য করে। কফির সঙ্গে জুটি বেঁধে দই ত্বকের ছিদ্র গভীর ভাবে পরিষ্কার করতে সাহায্য করে।