ভোটারদের জন্য সুখবর! শুনানির আগে বড় সিদ্ধান্ত কমিশনের

Published on:

Published on:

BLO App Update Brings Major Relief in SIR Verification
Follow

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন ও যাচাইয়ের কাজ যখন জোরকদমে চলছে, ঠিক সেই সময়ই এল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। এসআইআর বা ভোটার তথ্য যাচাই পর্বের মাঝেই নির্বাচন কমিশন ‘বিএলও অ্যাপ’-এ (BLO App) বড়সড় প্রযুক্তিগত পরিবর্তন আনল। এই পরিবর্তনের ফলে যেমন সাধারণ ভোটারদের হয়রানি কমবে, তেমনই কাজ সহজ হবে বুথ লেভেল অফিসারদেরও।

এসআইআর চলাকালীন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

গত ১৬ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে এসআইআর বা ভোটার তথ্য যাচাইয়ের কাজ চলছে। এই প্রক্রিয়ার মধ্যেই কমিশনের তরফে বিএলও অ্যাপে (BLO App) নতুন ফিচার যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, ভোটারদের তথ্য সংক্রান্ত বিভ্রান্তি দূর করা এবং অপ্রয়োজনীয় শুনানি এড়াতেই এই পদক্ষেপ।

বিএলও অ্যাপে (BLO App) নতুন ফিচার কী?

বিএলও অ্যাপে (BLO App) যে নতুন অপশন যুক্ত হয়েছে, তার নাম ‘রি-ভেরিফাই লজিক্যাল ডিসক্রিপেন্সি’ (Re-verify Logical Discrepancy)। এই ফিচারের মূল উদ্দেশ্য হল ২০০২ সালের ভোটার তালিকার তথ্যের সঙ্গে বর্তমান তথ্যের সামঞ্জস্য রাখা এবং ছোটখাটো অসঙ্গতি দ্রুত ঠিক করা।

নাম ও বানানের ছোট ভুল এখন সহজেই সংশোধন

অনেক ক্ষেত্রে দেখা যায়, ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকায় নামের বানান, মধ্য নাম বা পদবীতে সামান্য পার্থক্য রয়েছে। আগে এই ধরনের ভুল সংশোধনের জন্য ভোটারদের জটিল প্রক্রিয়ার মধ্যে যেতে হতো। নতুন আপডেটের ফলে এখন বিএলও-রাই অ্যাপের (BLO App) মাধ্যমে এই ছোটখাটো সংশোধন করতে পারবেন।

আন্ডারটেকিং দিলেই মিলতে পারে ছাড়

সংশোধনের সময় বিএলও-দের অ্যাপের (BLO App) মধ্যেই একটি আন্ডারটেকিং বা মুচলেকা দিতে হবে। এর ফলে যাদের ক্ষেত্রে শুধুমাত্র বানান বা নামের সামান্য ভুল রয়েছে, তাঁদের আর সশরীরে শুনানিতে হাজির হতে নাও হতে পারে। এতে সাধারণ মানুষের সময় ও ভোগান্তি অনেকটাই কমবে।

নথিপত্র আপলোডের সুবিধা

যাঁদের নাম এখনও ‘আনম্যাপড’ বা ২০০২ সালের তালিকার সঙ্গে লিঙ্ক করা নেই, তাঁদের ক্ষেত্রেও এই আপডেট কাজে আসবে। যদি পুরনো ভোটার তালিকার সঙ্গে সংযোগের কোনও হার্ড কপি বা প্রমাণ থাকে, তবে বিএলও-রা তা সরাসরি অ্যাপে (BLO App) আপলোড করতে পারবেন।

কবে শুরু হতে পারে শুনানি?

কমিশন সূত্রে জানা গিয়েছে, সফটওয়্যার আপডেটের কাজ এখনও চলছে যাতে পুরো প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করা যায়। সব ঠিক থাকলে আগামী ২৬ বা ২৭ ডিসেম্বর থেকে রাজ্যে ভোটার তালিকার শুনানি পর্ব শুরু হতে পারে। ইতিমধ্যেই ভোটারদের নিয়মিত নোটিশ পাঠানো হচ্ছে।

BLO App Update Brings Major Relief in SIR Verification

আরও পড়ুনঃ তাহেরপুরে মোদির সভায় যাওয়ার পথে ট্রেন দুর্ঘটনা, মৃত ৪ বিজেপি সমর্থকের পরিবারের পাশে থাকার আশ্বাস দলের

এই বিষয়ে বোর্ড কর্মী ও বিএলও ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মন্ডল জানান, আগে অ্যাপে (BLO App) শুধু ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ অপশন ছিল। এখন সেটিকে আপগ্রেড করে ‘রি-ভেরিফাই’ মোডে আনা হয়েছে। তাঁর দাবি, রাজ্যে প্রায় ৩০ লক্ষ মানুষের নাম ২০০২ সালের তথ্যের সঙ্গে মিলছে না। এত বিপুল সংখ্যক মানুষের তথ্য কেন লিঙ্ক বা ম্যাপ করা হয়েছে, তার ব্যাখ্যা দিয়ে এবং প্রয়োজনীয় প্রমাণ আপলোড করে সমস্যা মেটানো এখন অনেকটাই সহজ হবে।