ভোটার নোটিশ নিতে অস্বীকার করলেই বিপদ! BLO অ্যাপে যুক্ত হল নতুন ফিচার

Published on:

Published on:

BLO App Update New Option for Refused Voter Notice
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ভোটার তালিকা সংশোধনের কাজকে আরও দ্রুত ও স্বচ্ছ করতে প্রযুক্তির উপর জোর দিচ্ছে নির্বাচন কমিশন। সেই লক্ষ্যেই এবার BLO বা বুথ লেভেল অফিসারদের ব্যবহৃত BLO App-এ আনা হল গুরুত্বপূর্ণ আপডেট। নতুন এই ফিচার মূলত সেই সব পরিস্থিতির জন্য, যেখানে ভোটার শুনানির নোটিশ নিতে অস্বীকার করছেন। এতে BLO-দের কাজ সহজ হবে বলে মনে করা হচ্ছে।

নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী বর্তমানে চলছে ‘স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন’ বা SIR প্রক্রিয়া। এই সময় ভোটার তালিকা সংশোধনের জন্য অনেক ক্ষেত্রেই ভোটারদের শুনানির নোটিশ দেওয়া হচ্ছে। কিন্তু মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে বিএলও-রা সমস্যায় পড়ছিলেন। কারণ, অনেক ভোটারই সেই নোটিশ নিতে অস্বীকার করছিলেন। এতদিন BLO App-এ এই বিষয়টি আলাদা করে জানানোর কোনও স্পষ্ট অপশন ছিল না। ফলে বিএলও-দের কাজ অসম্পূর্ণ থেকে যাচ্ছিল বা বিভ্রান্তি তৈরি হচ্ছিল। এই সমস্যা মেটাতেই BLO App-এর সর্বশেষ ৯.০৩ ভার্সনে নতুন একটি অপশন যোগ করা হয়েছে।

নতুন ফিচারটি কী? | BLO App Update

নতুন আপডেটে অ্যাপের ড্রপডাউন মেনুতে যুক্ত হয়েছে একটি অপশন – ‘Elector Refused to Accept Notice’
এর মাধ্যমে যদি কোনও ভোটার শুনানির নোটিশ নিতে অস্বীকার করেন, তাহলে BLO সরাসরি সেই তথ্য নির্বাচন কমিশনের কাছে পাঠাতে পারবেন। অর্থাৎ, ভোটার নিজেই শুনানির প্রক্রিয়ায় অংশ নিতে চান না এটা অফিসিয়ালি নথিভুক্ত হয়ে যাবে।

কীভাবে ব্যবহার করবেন এই নতুন অপশন?

BLO App-এর ৯.০৩ ভার্সনে এই ফিচার ব্যবহার করতে হলে কয়েকটি সহজ ধাপ অনুসরণ করতে হবে। ধাপগুলি হল –

  • প্রথমে মোবাইলে BLO App খুলে স্ক্রিনের নিচে থাকা ‘Special Intensive Revision’ মডিউলে যেতে হবে।
  • এরপর ভাষা নির্বাচনের স্ক্রিনে English সিলেক্ট করে সাবমিট করতে হবে।
  • পরবর্তী ধাপে ‘Delivery of Schedule Hearing Notice’ অপশন বেছে নিতে হবে।
  • এবার কিউআর কোড স্ক্যান করে অথবা নাম বা সিরিয়াল নম্বর দিয়ে সংশ্লিষ্ট ভোটারকে খুঁজে নিতে হবে।
  • ভোটার সিলেক্ট করার পর ‘Upload Receipt’ অপশনে গেলে ‘Relation Type’ ড্রপডাউন আসবে। সেখানেই তালিকার শেষে নতুন অপশন ‘Elector Refused to Accept Notice’ দেখা যাবে।

ভোটারের ক্ষেত্রে কী প্রভাব পড়তে পারে?

এই অপশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল। একবার যদি BLO App আপডেট করা হয় যে ভোটার নোটিশ নিতে অস্বীকার করেছেন, তাহলে ধরে নেওয়া হয় তিনি নিজের ভোটাধিকার বা তালিকায় নাম থাকার পক্ষে যুক্তি দিতে আগ্রহী নন। এর ফল হিসেবে চূড়ান্ত ভোটার তালিকা থেকে ওই ব্যক্তির নাম বাদ পড়ার সম্ভাবনা তৈরি হয়। কারণ, শুনানির সুযোগ গ্রহণ না করা মানে নিজের দাবি কার্যত ত্যাগ করা। টেকনিক্যালি, এই অপশন সাবমিট হয়ে গেলে BLO-র পেন্ডিং কাজের তালিকা থেকে সেই নাম সরে যায় এবং সিস্টেমে ‘No Data Found’ দেখায়। অর্থাৎ, বিষয়টি সেখানেই শেষ হয়ে কমিশনের সিদ্ধান্তের আওতায় চলে যায়।

BLO App Update Brings Major Relief in SIR Verification

আরও পড়ুনঃ  I-PAC অফিসে ED-র তল্লাশি, কী কী ঘটেছে ভিতরে? মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়

কেন গুরুত্বপূর্ণ এই আপডেট?

নির্বাচন কমিশনের মতে, এই BLO App আপডেটের ফলে BLO-দের কাজ আরও স্বচ্ছ ও দ্রুত হবে। পাশাপাশি ভোটারদের কাছেও স্পষ্ট বার্তা পৌঁছবে যে নির্বাচন কমিশনের নোটিশ উপেক্ষা করলে তার ফল হতে পারে ভোটার তালিকা থেকে নাম বাদ।