বাংলা হান্ট ডেস্কঃ সকাল থেকেই আন্দোলনে ফুঁসছিল সিজিও কমপ্লেক্স চত্বর। এদিন সকাল থেকে বিএলও, শিক্ষক সহ একের পর এক দল জড়ো হয় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে। বিক্ষোভে বসেন তাঁরা (BLO Protest in Kolkata)। দাবি-দাওয়া আর স্লোগানে সকাল থেকে রাত পর্যন্ত উত্তেজনা ছড়িয়ে থাকে গোটা এলাকায়।
মধ্যরাতেও দপ্তরে আটকে সিইও (BLO Protest in Kolkata)
দিনভর বিক্ষোভ চলতে চলতে রাত বাড়ে। মধ্যরাত ১২টার সময়ও দেখা যায় অনেক বিক্ষোভকারী দপ্তরের সামনে তখনও বসে আছেন। এই পরিস্থিতিতে মুখ্য নির্বাচনী আধিকারিকও দপ্তর ছেড়ে বেরোতে পারেননি। কার্যত ‘আটকে’ পড়েন তিনি (BLO Protest in Kolkata)।
আন্দোলনকারীদের মধ্যে হাতেগোনা কয়েকজন বিএলও ছিলেন, বাকিরা শিক্ষক। তাঁদের দাবি, বিএলওদের উপর খুব বেশি চাপ দেওয়া হচ্ছে। কাজের চাপে কেউ অসুস্থ হয়ে পড়ছেন আবার কেউ কেউ মানসিক সমস্যায় ভুগছেন। তাই তাঁদের সহকর্মীদের সমর্থন জানাতে তাঁরা রাস্তায় নেমেছেন (BLO Protest in Kolkata)।
খবর পেয়ে পথে বিজেপি, মুহূর্তে তুঙ্গে উত্তেজনা
সিইও আটকে থাকার খবর পেয়ে রাতে সেখানে পৌঁছয় বিজেপির প্রতিনিধি দল। নেতৃত্বে ছিলেন সজল ঘোষ। তাঁদের দাবি, তাঁরা সিইওকে নিরাপদে বের করে আনার জন্যই এসেছেন। সজল ঘোষ বলেন,”আমাদের কাজ ছিল সিইও-কে সুস্থভাবে দফতর থেকে বার করা। সেটা হয়ে গেছে। এবার ওরা সারারাত বসে থাকুক, আমাদের কিছু যায় আসে না।’ তিনি আরও আশ্বস্ত করেন, “ডেডলাইন ৪ তারিখ থাকলেও রাজ্যের কর্মচারীরা তার আগেই কাজ শেষ করে ফেলবেন।” সূত্র মারফত খবর, বিজেপি দল সরে যাওয়ার পরই ‘গো ব্যাক’ স্লোগান দিতে শুরু করেন তৃণমূল-পন্থী বলে পরিচিত বিক্ষোভকারীরা। এতে আরও গরম হয়ে ওঠে পরিবেশ (BLO Protest in Kolkata)।
স্লোগান আর পাল্টা স্লোগানের জেরে দ্রুত উত্তেজনা বাড়তে থাকে এলাকা জুড়ে। তৃণমূল ও বিজেপির সমর্থকরা মুখোমুখি অবস্থানে চলে আসেন। পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আশঙ্কায় ঘটনাস্থলে আসে পুলিশ। ডিসি সেন্ট্রালের নেতৃত্বে পুলিশ এলাকা ঘিরে ফেলে। লালবাজার থেকেও বাড়তি বাহিনী এনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় (BLO Protest in Kolkata)।

আরও পড়ুনঃ এই প্রথমবার জিজ্ঞাসাবাদের মুখে দমকলমন্ত্রীর পুত্র! ১২ ঘন্টা ধরে সমুদ্রকে কী নিয়ে জিজ্ঞাসা করল ইডি?
বিক্ষোভে থাকা এক শিক্ষক বলেন, “আমরা ভুয়ো নই। আমরা এসেছি বিএলওদের পাশে দাঁড়াতে। ওদের উপর এত চাপ, অসুস্থ হচ্ছে, মানসিকভাবে ভেঙে পড়ছে। সেই চাপ কমানোর দাবিতে এসেছিলাম। এটা কি ভুল?”.রাতভর এই টানটান অবস্থায় সিজিও কমপ্লেক্স এলাকা কার্যত উত্তপ্ত থাকে (BLO Protest in Kolkata)।












