অফিসের পর কঙ্গনার ফ্ল্যাট ভাঙতে কোমর বাঁধল BMC

বাংলা হান্ট ডেস্কঃ কঙ্গনার (Kangana Ranaut) অফিসের পর এবার ওনার ফ্ল্যাট ভাঙার জন্য উঠেপড়ে লাগল বৃহন্মুম্বই পুরসভা। জানা গিয়েছে যে, খাড়েতে থাকা কঙ্গনার ফ্ল্যাট ভাঙতে আদালতের দ্বারস্থ হয়েছে পুরসভা। তবে এই মামলা নতুন নয়, দুই বছর আগে কঙ্গনাকে নোটিশ দিয়েছিল পুরসভা। সেখানে বলা হয়েছিল যে, অবৈধ ভাবে ফ্ল্যাট হস্তান্তর করা হয়েছে। এটি নিয়ম বিরোধী। যদিও সেই সময় ফ্ল্যাট ভাঙার স্থগিতাদেশ দিয়েছিল আদালত। আর এবার আবারও আদালতের দ্বারস্থ হল পুরসভা।

kangana

পুরসভা আদালতে আবেদন করে বলেছে যে, ফ্ল্যাট ভাঙার স্থগিতাদেশ যেন প্রত্যাহার ক্রয়া হয়। BMC জানিয়েছে যে, কঙ্গনার এই ফ্ল্যাটে আটটি জায়গার পরিবর্তন করা হয়েছে। বারান্দা, ছাদে নিয়মের বিপরীতে নির্মাণ করা হয়েছে। নতুন করে রান্নাঘর নির্মাণেও অনেক অনিয়ম করা হয়েছে। তাই এই বিল্ডিং ভাঙার অনুমতি দেওয়া হোক।

আরেকদিনে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত মুম্বাই পৌঁছানোর পর ওনার উপর হামলার আশঙ্কা বেড়ে গিয়েছে। ইন্টেলিজেন্স এজেন্সি গুলো এই বিষয়ে কেন্দ্র সরকারকে অবগত করিয়েছে। ইন্টেলিজেন্স রিপোর্টে চণ্ডীগড় আর মুম্বাই এয়ারপোর্ট এবং অন্যান্য জায়গার নাম উল্লেখ করা হয়েছে। কঙ্গনাকে আপাতত ‘Y+” ক্যাটাগরির সুরক্ষা প্রদান করা হয়েছে।

সুত্র অনুযায়ী, মুম্বাই পুলিশের থেকে পর্যাপ্ত সহযোগিতা না পাওয়া গেলে সেই বিষয়ে অভিনেত্রীকে Y+ সুরক্ষা প্রদান করা সিআরপিএফ এর কম্যান্ডোর টিম স্বরাষ্ট্র মন্ত্রালয়কে সরাসরি রিপোর্ট করবে। আর দুজন কম্যান্ডো ২৪ ঘণ্টা কঙ্গনার সুরক্ষার জন্য মোতায়েন থাকবে। একজন সিভিল ড্রেসে থাকবেন, আর একজন CRPF এর উরদিধারি কম্যান্ডোর থাকবেন। দুজনের কাছেই হাতিয়ার থাকবে।


Koushik Dutta

সম্পর্কিত খবর