বাংলাহান্ট ডেস্ক: আইনি বিপাকে এবার অভিনেতা সোনু সূদ (sonu sood)। মুম্বইয়ের জুহুর একটি ছ’তলা আবাসনকে অনুমতি ছাড়াই হোটেলে (hotel) পরিণত করায় সোনুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করল বৃহন্মুম্বই পুরসভা (BMC)। এমনি বিষ্ফোরক খবর পাওয়া গিয়েছে সম্প্রতি।
‘মহারাষ্ট্র রিজিয়ন অ্যান্ড টাউন প্ল্যানিং অ্যাক্ট’ (Maharashtra Region and Town Planning Act) এর আওতায় সোনুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে BMC। অনুমতি ছাড়াই ওই আবাসনের গঠন পরিবর্তন, বাড়ানো ও বদলানোর অভিযোগ আনা হয়েছে অভিনেতার বিরুদ্ধে। অপরদিকে সোনুর বক্তব্য, তিনি সবটাই BMCর অনুমতি নিয়েই করেছেন। এখন মহারাষ্ট্র কোস্টাল জোন ম্যানেজমেন্টের অনুমতির জন্য অপেক্ষা করছেন তিনি।
উল্লেখ্য, ৪ জানুয়ারি সোমবার জুহুর পুলিস স্টেশনে সোনু সূদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে BMC। অভিযোগে বলা হয় অনুমতি ছাড়াই এ বি নায়ার রোডের শক্তি অ্যাপার্টমেন্টটি হোটেলে পরিণত করেছেন সোনু। শুধু তাই নয়, আবাসনটি সোনু নিজের পরিকল্পনা মতো আরো বাড়িয়েছেন বলেও অভিযোগ করা হয় BMCর তরফে। এর জন্য অভিনেতা প্রশাসনের কাছে কোনো অনুমতি নেননি।
BMC আরো জানায়, এই প্রসঙ্গে তারা নোটিস পাঠিয়েছিল সোনু সূদকে। কিন্তু তিনি পাত্তাও দেননি। বেআইনি নির্মাণ তিনি জারি রাখেন বলে অভিযোগ করে BMC। এরপরেই তারা বাধ্য হয় পুলিসে অভিযোগ দায়ের করতে।
Maharashtra: Brihanmumbai Municipal Corporation (BMC) has filed a police complaint against actor Sonu Sood (in file photo) for allegedly converting a six-storey residential building in Juhu into a hotel without BMC's permission. pic.twitter.com/49FU1Y3iGJ
— ANI (@ANI) January 7, 2021
প্রসঙ্গত, লকডাউনের সময় গরিবের ‘মসিহা’ রূপে অবতীর্ণ হয়েছিলেন অভিনেতা সোনু সূদ। লক্ষ লক্ষ মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। এমনকি এখনো এই কাজে নিজেকে ব্রতী করে রেখেছেন অভিনেতা। সম্প্রতি শোনা যায় সোনুকে সম্মান জানানোর জন্য তেলেঙ্গানার সিদ্দিপেত জেলার ডাব্বা টান্ডা গ্রামের বাসিন্দারা এক মন্দির তৈরি করেছেন সোনুর নামে।
গত ২০ ডিসেম্বর এই মন্দির প্রতিষ্ঠা হয়। মন্দিরে সোনুর একটি মূর্তিও রাখা হয়েছে। নিজের নামে মন্দির তৈরি হওয়ার খবর পেয়ে বাকরুদ্ধ সোনু সূদ নিজেও। গ্রামবাসীদের এত ভালবাসা পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। নিজের টুইটার হ্যান্ডেলে খবরটি শেয়ার করেন তিনি। সেই সঙ্গে একটি টুইট করে লেখেন, ‘আমি এর যোগ্য নই। আপ্লুত।’