করনের পার্টিতে ছিলেন আলিয়াও, দিল্লি গিয়ে করোনা বিধি ভাঙলেন করিনার হবু বৌদি!

বাংলাহান্ট ডেস্ক: বিপদের মুখে পড়তে পড়তেও শেষ মুহূর্তে পাশ কাটিয়ে বেরিয়ে গেলেন আলিয়া ভাট (alia bhatt)। করোনা বিধি লঙ্ঘন করা নিয়ে বড় বিপদে পড়তে পারতেন অভিনেত্রী। কিন্তু শেষমেষ বৃহন্মুম্বই পুরনিগমকে পাশে পাওয়ায় এ যাত্রা বেঁচে গেলেন আলিয়া। বিএমসির তরফে জানানো হয়েছে, তিনি কোনো রকম করোনা বিধি উপেক্ষা করেননি।

গত কয়েকদিন ধরে একের পর এক বলিউড তারকার করোনা আক্রান্ত হওয়ার খবর মিলছে। করিনা কাপুর খান, অমৃতা অরোরা, মাহিপ কাপুর, শানায়া কাপুর, সীমা খানরা আক্রান্ত হয়েছেন মারণ ভাইরাসে। এঁরা সকলেই সম্প্রতি করন জোহরের (karan johar) বাড়িতে পার্টিতে উপস্থিত ছিলেন খবর। অভিযোগ উঠেছিল, করনের বাড়ি থেকেই ছড়িয়েছে করোনা।

sjuY0FoR pjimage 2 18
উল্লেখ‍্য, ওই পার্টিতে উপস্থিত ছিলেন আলিয়াও। তারপরেই আবার ব্রহ্মাস্ত্রর মোশন পোস্টার লঞ্চের জন‍্য দিল্লি উড়ে যান তিনি। এতেই অনেকে অভিযোগ তুলেছিলেন, করোনা বিধি ভেঙেছেন আলিয়া। এবার এই অভিযোগেরই জবাব দিল বিএমসি। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, করোনা বিধি ভাঙেননি আলিয়া। তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছিল। তাই তিনি আইসোলেশনে ছিলেন না। অভিনেত্রীর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বলেই জানানো হয়েছে বিএমসির তরফে।

গত ৮ ডিসেম্বর করন জোহরের বাড়িতে ‘কভি খুশি কভি ঘম’ এর বর্ষপূর্তি উপলক্ষে একটি পার্টিতে যোগ দিয়েছিলেন করিনা, অমৃতা, সীমা, মাহিপরা। সীমাই প্রথম করোনা আক্রান্ত হন বলে খবর। তারপর একে একে সংক্রমণ ছড়ায় অন‍্যদের মধ‍্যে। উল্লেখ‍্য, করনের ওই পার্টিতে আলিয়া ভাট, মালাইকা অরোরা ও অর্জুন কাপুরও উপস্থিত ছিলেন। তবে করন স্পষ্ট জানিয়েছেন দুবারই তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। উপরন্তু পরিচালকের দাবি, তাঁর বাড়ির পার্টি থেকে নাকি করোনা ছড়ায়নি।

এই মুহূর্তে আইসোলেশনে রয়েছেন করিনা, অমৃতা, সীমা খান রা। করিনা জানিয়েছেন, তাঁর পরিবারের সদস‍্য ও বাড়ির কর্মচারীরা সকলেরই করোনা টিকার দুটি ডোজ নেওয়া হয়ে গিয়েছে। আপাতত তাদের কোনো উপসর্গ দেখা যাচ্ছে না বলেই জানিয়েছেন বেবো। বিএমসির তরফে জানানো হয়েছে, করিনার বাড়ি ইতিমধ‍্যেই সিল করে দেওয়া হয়েছে। গত কদিনে তাঁর সংস্পর্শে যারা যারাই এসেছেন সবার খোঁজ চলছে।

Niranjana Nag

সম্পর্কিত খবর