বাংলাহান্ট ডেস্কঃ রবিবার ক্ষমতায় এসেই বুধবার মুখ্যমন্ত্রী পদে তৃতীয়বার শপথ নিলেন তৃণমূলনেত্রী মমতা ব্যানার্জি। আর তৃণমূল সরকার ক্ষমতায় ফিরতেই কাজ হারালেন উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে ৩০ জন অস্থায়ী পুরকর্মী। বিজেপির অভিযোগ, বিধানসভা নির্বাচনে কালিয়াগঞ্জ পুর এলাকায় তৃণমূলের হার হওয়ার পরই এমন বদলা নিয়েছে তৃণমূল।
জানা গিয়েছে, কালিয়াগঞ্জ পুরসভার পুরবোর্ডের প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান করা হয়েছিল তৃণমূল নেতা কার্তিক পালকে। ক্ষমতায় এসে তিনি শ্মশান, পার্ক ও ট্রমা কেয়ার অ্যাম্বুলান্স দেখভালের জন্য ৩০ অস্থায়ী কর্মীকে নিযুক্ত করেন। কিন্তু গতবছর কার্তিক পালকে চেয়ারম্যান করা হলে, তিনি বছর ঘুরতে না ঘুরতেই বিজেপিতে যোগ দেন।
সেই ফাঁকা জায়গায় পুর প্রশাসক হিসেবে নিয়োগ করা হয় সচিন সিংহরায়কে। এবার অভিযোগ উঠেছে, তৃণমূলের জয়ের পরই কার্তিক পালের সময়ে নিয়োগ করা ৩০ জন অস্থায়ী কর্মীকে প্রশাসকমণ্ডলীর বৈঠক ডেকে তাঁদের কাজ থেকে বরখাস্ত করে দেওয়া হয়। এই করোনা আবহে কাজ হারিয়ে অনিশ্চয়তার মুখে এইসকল কর্মীরা। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়।