ভারত খেললেও পাকিস্তানের মাটিতেই হবে এশিয়া কাপ! অভিনব উপায় আবিষ্কার PCB ও BCCI-এর

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: গত এক বছর ধরে উপমহাদেশের ক্রিকেটপ্রেমীদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ২০২৩ সালে আয়োজিত হতে চলা এশিয়া কাপ (Asia Cup 2023) সত্যিই কি পাকিস্তানের মাটিতেই আয়োজিত হবে! গত বছরে এসিসি (ACC) এবং বিসিসিআইয়ের (BCCI) সঙ্গে যুক্ত অমিত শাহ পুত্র জয় শাহ জানিয়ে দিয়েছিলেন যে টুর্নামেন্টটি আয়োজনের দায়িত্ব নেবে পাকিস্তান ক্রিকেট বোর্ডই (PCB), কিন্তু তাদের দায়িত্বে অন্য কোনও দেশে যেখানে ভারতীয় দলের (Team India) যেতে কোনও সমস্যা থাকবে না তেমন জায়গায় আয়োজিত হবে মূল টুর্নামেন্টটি। এই কথার মারাত্মক প্রতিবাদ জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা।

ভারত যদি পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ খেলতে না যায় তাহলে পাকিস্তান ও ভারতের মাটিতে আসন্ন ওডিআই বিশ্বকাপ খেলতে আসবে না এমনটা দাবি করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ সেই দাবির সাথে একমত পোষন করেছিলেন। যদিও বাস্তবে তেমনটা আদৌ সম্ভব কিনা সেই নিয়ে প্রশ্ন চিহ্ন ছিলই।

এবার এক অভিনব উপায়ে সামনে আনা হলো পাকিস্তানে টুর্নামেন্ট আয়োজন করেও ভারত যাতে সেখানে অংশ নিতে পারে সেই ব্যবস্থা করার। শোনা যাচ্ছে যে বাকি টুর্নামেন্ট যেমন স্বাভাবিকভাবে আয়োজিত হওয়ার তেমন হবেই আয়োজিত হবে পাকিস্তানের মাটিতে। শুধুমাত্র ভারতের ম্যাচগুলি অন্য কোনও ভেন‍্যুতে আয়োজিত হবে।

যদিও সেই অন্য জায়গা এই সংযুক্ত আরব আমিরশাহী, শ্রীলঙ্কা নাকি ওমান সেটা এখনো নির্ণয় করা হয়নি। সবদিক ভেবে দেখলে হয়তো ইউএই-তেই ভারতের ম্যাচ আয়োজন করতে পারলে সবচেয়ে সুবিধা হবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের। কিন্তু শেষ পর্যন্ত যদি সত্যিই এমন ভাবে টুর্নামেন্টে আয়োজিত হয় তাহলে সেটা একটি ঐতিহাসিক ক্রিকেটও মুহূর্ত হয়ে থাকবে তাতে কোন সন্দেহ নেই।

এশিয়া কাপের গ্রুপ বা ফরম্যাট এখনও নির্ধারিত হয়নি। তবে শোনা যাচ্ছে আসন্ন এশিয়া কাপের ম্যাচ এমনভাবে আয়োজন করা হতে পারে যেখানে দুবার ভারত এবং পাকিস্তান একে অপরের মুখোমুখি হওয়ার সুযোগ পাবে। ঠিক এমনটাই হয়েছিল গত বছরের এশিয়া কাপে। ওডিআই বিশ্বকাপের আগে দুবার ভারত-পাক দ্বৈরথ দেখাটা ক্রিকেটপ্রেমীদের কাছে খুবই লোভনীয় বিষয় হবে।

 

X