মার্কিন প্রেস ক্লাবে হাটে হাঁড়ি ভাঙল পাকিস্তানের! কাশ্মীর নিয়ে হৈহল্লা করে গলা ধাক্কা খেল পাক প্রতিনিধি

বাংলা হান্ট ডেস্ক : ফের আন্তর্জাতিক স্তরে নিজের নাক কাটালো পাকিস্তান। এবার শহবাজ শরিফের দেশ অপমানিত হল আমেরিকার প্রেস ক্লাবে (Press Club of America)। সেখানে উপস্থিত পাকিস্তানের (Pakistan) আধিকারিক এমন অসভ্যতামি শুরু করেছিলেন যে তাঁকে গলা ধাক্কা দিয়ে বের করে দেন নিরাপত্তা রক্ষীরা। প্রসঙ্গ সেই একই, কাশ্মীর (Kashmir)। ভূস্বর্গে ভারতের আধিপত্য পাকিস্তান কোনও দিনই মেনে নেয় নি। আর সেই বিষয় নিয়েই মুখ খুলে চূড়ান্ত অপমানিত হল তারা।

ঘটনাটা কী? জানা যাচ্ছে, কাশ্মীরের বদলে যাওয়া পরিস্থিতি নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয় আমেরিকার প্রেস ক্লাবে। সেই আলোচনায় অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয় কয়েকজন কাশ্মীরিকেও। সকলেই এক বাক্যে স্বীকার করে নেন অনেকটাই শান্ত হয়েছে। বদলেছে পরিস্থিতি। এই বক্তব্যকে সমর্থন করেন ওই সভায় উপস্থিত কাশ্মীরিরাও। কেন্দ্র সরকারের একাধিক উন্নয়নমূলক নীতির প্রশংসাও করেন তাঁরা।

kashmir issue pakistan

এই প্রশংসা শুনেই তেলে বেগুনে জ্বলে ওঠেন ওই সভায় উপস্থিত পাকিস্তানি আধিকারিকরা। তাঁদের দাবি ধারা ৩৭০ এবং ধারা ৩৫ ‘এ’ প্রত্যাহারের পর স্বাধীনতা খর্ব করা হয়েছে আম কাশ্মীরিদের। অত্যাচার করা হচ্ছে সেখানকার মানুষের উপর। ভারতীয় সেনা দমনমূলক নীতি প্রয়োগ করছে। ব্যক্তিস্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে। এই সমস্ত দাবি সামনে এনে হৈহল্লা শুরু করেন। অনেক বুঝিয়েও শান্ত করা যায়নি তাঁদের। বাধ্য হয়ে নিরাপত্তা রক্ষীরা তাঁদের গলা ধাক্কা দিয়ে বের করে দেন বলে জানা যাচ্ছে।

পাকিস্তানকে জবাব দিল কাশ্মীরিরাই : এই ঘটনাট একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে। পাকিস্তানি প্রতিনিধি খুব রেগে গেছেন। কিছু লোক তাঁকে ধাক্কা মেরে বের করে দিচ্ছেন। সেই তিনি জোড় করে চেঁচিয়ে বলছেন তাঁর বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে।

পাকিস্তানের ওই প্রতিনিধি জবাব দেন কাশ্মীরি বক্তাই। তিনি বলেন, ‘ভগবান আপনাকে সৎ বুদ্ধি দিক। গোটা বিশ্ব দেখলো আপনারা কেমন। আমরা জানতাম আপনারা কী! আজ ওয়াশিংটন ডিসি জানলো। গোটা বিশ্ব জানলো। কাশ্মীরের আসল সমস্যার জন্য আপনারাই দায়ি। কাশ্মীরে অশান্তির সৃষ্টি আপনারাই করেন।’ এই মন্তব্যের পরই গোটা ঘর জুড়ে শুরু হয় হাততালি ও হর্ষধ্বনি।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর