কোয়ারেন্টিন পর্ব শেষ হতেই IPL প্রস্তুতি খতিয়ে দেখতে স্টেডিয়ামে পৌঁছে গেলেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি

বাংলা হান্ট ডেস্কঃ এই মুহূর্তে সারা বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে ভারতবর্ষেও দ্রুত গতিতে বেড়ে চলেছে করোনা সংক্রমন। আর সেই কারণেই এবার ভারতের বদলে সংযুক্ত আরব আমিরশাহীতে হতে চলেছে এবারের আইপিএল। সব দিক বিচার বিবেচনা করে বিসিসিআই সংযুক্ত আরব আমিরশাহীকেই আইপিএলের নিরাপদ ভ্যেনু হিসেবে বেঁছে নিয়েছে।

আর কয়েক দিন পরেই সংযুক্ত আরব আমিরশাহির মাটিতে হতে চলেছে এবারের আইপিএল। হাতে আর একদম সময় নেই এমন পরিস্থিতিতে আইপিএলের প্রস্তুতি কেমন চলছে সেটা দেখতে আইপিএল শুরু হওয়ার দশ দিন আগেই দুবাই উড়ে গিয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। আমিরশাহী পৌঁছে প্রথমে ছয় দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকার পর প্রস্তুতি পরিদর্শনে নেমে পড়লেন মহারাজ।

https://www.instagram.com/p/CFH901CgyZT/?igshid=kzac44dvj3ns

আমিরশাহির তিন শহর দুবাই, শারজা এবং আবু ধাবিতে হবে এবারের আইপিএলের সমস্ত ম্যাচ গুলি। কোয়ারেন্টিন পর্ব শেষ করে এবারের আইপিএলের অন্যতম ভ্যেনু শারজা ঘুরে দেখেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। দাদার সঙ্গে ছিলেন আমিরশাহি ক্রিকেট বোর্ডের কর্তারাও। এছাড়াও ছিলেন আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল। সমস্ত করোনা প্রটোকল মেনে শারজা স্টেডিয়ামের ব্যবস্থাপনা দেখে সন্তুষ্ট বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর