বোর্ড সভাপতি পদে শপথ গ্রহণের পরেই বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী বৃহস্পতিবার বৈঠকে বসেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির সাথে। সেই সাথে এই বৈঠকে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক রোহিত শর্মা। ভারতের ক্রিকেটের বিভিন্ন বিষয় সম্পর্কে এই বৈঠকে আলোচনা হয় তিনজনের মধ্যে। এছাড়াও এই বৈঠকে আগামী দিনে গোলাপি বলে টেস্ট ম্যাচ হওয়া নিয়েও দীর্ঘক্ষন আলোচনা হয়।
গত বুধবার দিন আনুষ্ঠানিক ভাবে বোর্ড সভাপতির দায়িত্ব ভার গ্রহণ করেন সৌরভ গাঙ্গুলী। আর তারপরের দিনই তিনি সরাসরি বৈঠকে বসেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির সাথে, এই বৈঠকে উপস্থিত ছিলেন বিরাট কোহলির সেনাপতি অর্থাৎ ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক রোহিত শর্মাও। সেই সাথে বিসিসিআই’র সচিব জয় শাহও উপস্থিত ছিলেন এই বিশেষ হাইপ্রোফাইল বৈঠকে। এই বৈঠকটি হয় মুম্বাইয়ে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিয়েই সৌরভ গাঙ্গুলি বলেছিলেন যে এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হচ্ছেন বিরাট কোহলি। বিরাট কোহলির হাত ধরেই ভারতীয় দল উন্নতির শিখরে পৌঁছতে পারে। আর এইদিন বৈঠক শেষেও দাদার মুখে একই কথা শোনা গেল, এইদিনও তিনি বিরাট কোহলির প্রশংসায় পঞ্চমুখ।
এই বৈঠকে ভারতীয় ক্রিকেটের বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে বিশেষ কথাবার্তা হয় ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির মধ্যে। সেই সাথে ভারতের অধিনায়ক এবং সহ-অধিনায়ক দুজনের সাথে সৌরভ গাঙ্গুলী দীর্ঘক্ষণ আলোচনা করে কেমন করে ভারতীয় ক্রিকেটের আরও বেশি উন্নয়ন করা যায়। সেই সাথে এই বৈঠকে দাদা এবং বিরাট কোহলির মধ্যে আলোচনা হয় গোলাপি বলে দিন রাত্রি টেস্ট ম্যাচ নিয়ে অর্থাৎ সৌরভ গাঙ্গুলী চান কিছুদিন পর বাংলাদেশ এর সাথে ভারতের যে টেস্ট সিরিজ রয়েছে সেই টেস্ট সিরিজে দিনরাত্রি ম্যাচ করতে। যদিও এই বৈঠকে উপস্থিত ছিলেন না ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ রবি শাস্ত্রী।