বাংলাহান্ট ডেস্ক : মঙ্গলবার কলকাতার ওয়াটগঞ্জের একটি পরিত্যক্ত বাড়ি থেকে মহিলার টুকরো টুকরো দেহাংশ উদ্ধার হল। প্লাস্টিকে মোড়ানো অবস্থায় এই দেহাংশগুলো উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে দেহের অন্যান্য অনেক অংশ এখনো মিসিং। যে বাড়ি থেকে এই দেহাংশ উদ্ধার হয়েছে সেটি অবস্থিত ওয়াটগঞ্জ এলাকার সত্য ডক্টর লেনে।
এই বাড়িতে বহুদিন ধরে মানুষের বসবাস নেই। পাঁচিল দিয়ে ঘেরা এই বাড়ি। এই বাড়িতে কেউ প্রবেশ করে না। স্থানীয়রা এই বাড়িতেই মঙ্গলবার কয়েকটি কালো প্লাস্টিকের প্যাকেট পড়ে থাকতে দেখেন। সেখান থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। সন্দেহ হওয়ায় স্থানীয়রা খবর দেন পুলিশে। এই দেহাংশ কোথা থেকে এল সেই বিষয়ে এখনো কোনো তথ্য উঠে আসেনি।
আরোও পড়ুন : ভিড়ে ভর্তি ট্রেনের শৌচালয় যেতে স্পাইডারম্যান হয়ে উঠলেন যাত্রী! ভিডিও দেখে হেসে কুল পাবেন না
পুলিশের পক্ষ থেকে তৎপরতার সাথে তদন্ত শুরু করা হয়েছে। এই বাড়িটির আশেপাশে যে সিসিটিভিগুলি রয়েছে, সেগুলির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছে ডগ স্কোয়াড। অন্য কোথাও খুন করে এখানে দেহাংশ ফেলে যাওয়া হয়েছে নাকি এই বাড়িতেই খুন করা হয়েছে সেটি নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।
তবে, পুলিশকর্মীরা সেই বিষয়ে মুখ খুলতে নারাজ। পুলিশের পক্ষ থেকে আপাতত মহিলার পরিচয় জানার চেষ্টা চালানো হচ্ছে। ধারণা করা হচ্ছে এই মহিলার বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে। পুলিশের ডেপুটি কমিশনার হরিকৃষ্ণ পাই এবং হোমিসাইড শাখা ঘটনাস্থলে হাজির হয়। মঙ্গলবারের ঘটনায় দিল্লির শ্রদ্ধা ওয়ালকার কেসের ছায়া দেখছেন অনেকে।