ভিড়ে ভর্তি ট্রেনের শৌচালয় যেতে স্পাইডারম্যান হয়ে উঠলেন যাত্রী! ভিডিও দেখে হেসে কুল পাবেন না

বাংলাহান্ট ডেস্ক : আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে অনেক কিছুই দ্রুত ভাইরাল হয়। ঘরে বসেই আমরা বিভিন্ন ধরনের ঘটনার সাক্ষী থাকতে পারি। এর মধ্যে কিছু ঘটনা বেশ মজার, আবার কিছু ঘটনা প্রশ্ন তুলে দেয় অনেক কিছুর। ভারতীয় রেলের বিভিন্ন ধরনের ভিডিও মাঝে মধ্যেই আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়ায়।

যাত্রীদের বিভিন্ন ধরনের অভাব অভিযোগের কথাও উঠে আসে সেই সব ভিডিওতে। তবে সম্প্রতি এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যা একদিক থেকে দেখলে খুব মজার মনে হতে পারে, কিন্তু এই ভিডিও অনেক প্রশ্ন তুলে দিয়েছে। বিভিন্ন দূরপাল্লার ট্রেনের স্লিপার কোচগুলোর অবস্থা অত্যন্ত সঙ্গীন। যে ভিডিওটি ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে, এটি একটি ট্রেনের জেনারেল কামরা।

আরোও পড়ুন : ১, ২ টো নয়; এখানেই রয়েছে আরোও ১৫টি শ্বেত পলাশের গাছ! একটার দাম শুনলেই মাথা ঘুরে যাবে

সেই কামরার মধ্যে থিক থিক করছে মানুষের ভিড়। তার মধ্যে এক যাত্রী ট্রেনের কামরা বেয়ে উঠে পড়েছেন ট্রেনের দেওয়ালে। তিনি ট্রেনের সিট ও হাতল ধরে রীতিমতো স্পাইডারম্যানের মতো শৌচাগারে যাওয়ার জন্য উদ্যোগী হয়েছেন। এহেন ভিডিও দেখে অনেকেই হেসে লুটোপুটি খাচ্ছেন। তবে অনেকেই আবার প্রশ্ন তুলেছেন রেলের বিরুদ্ধে।

এক সমাজ মাধ্যম ব্যবহারকারী বলেছেন, রেলের জেনারেল বগিগুলোর অবস্থা অত্যন্ত খারাপ। রেলকর্তারা কি এইসব দেখতে পান না? আবার একজন লিখেছেন, শুধু বন্দে ভারত এক্সপ্রেস চালালেই হবে? সাধারণ কোচের কী হবে? অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, উত্তরপ্রদেশ ও বিহারগামী ট্রেনে এগুলি  স্বাভাবিক ঘটনা।


Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর