১, ২ টো নয়; এখানেই রয়েছে আরোও ১৫টি শ্বেত পলাশের গাছ! একটার দাম শুনলেই মাথা ঘুরে যাবে

বাংলাহান্ট ডেস্ক : বাংলার বিভিন্ন প্রান্তে লাল পলাশের দেখা পাওয়া যায়। বিশেষ করে যারা ছবি সংগ্রহ করতে ভালোবাসেন তাদের কাছে লাল পলাশের গাছ অত্যন্ত প্রিয় একটি ‘মডেল।’ দোল পূর্ণিমা এলে সমাজ মাধ্যমে চোখে পড়ে লাল পলাশ। এই সময়টাতে লাল পলাশে ছেয়ে যায় পুরুলিয়ার রাস্তা। তবে অনেকেই হয়ত জানেন না পুরুলিয়ার রুক্ষ মাটিতে জন্ম নেয় বিরল শ্বেত পলাশও।

পুরুলিয়ায় সন্ধান মিলেছে ১৫ টি শ্বেত পলাশের। বিভিন্ন ধরনের কথা প্রচলিত রয়েছে এই শ্বেত পলাশকে ঘিরে। এই ১৫ টি শ্বেত পলাশের সন্ধান পেয়েছে বনদপ্তর। তবে বনদপ্তরের কাছে বিরাট বড় চ্যালেঞ্জ এই গাছগুলিকে ঠিকমতো বাঁচিয়ে রাখা। গাছ বাঁচিয়ে রাখার পাশাপাশি, ফুল থেকে টিস্যু কালচারের মাধ্যমে নতুন গাছ উৎপাদন করাও লক্ষ্য বনদপ্তরের। 

img 20230307 185644324 1200x900

বনদপ্তর বিশেষ উদ্যোগ নিয়েছে কৃত্রিমভাবে শ্বেত পলাশ গাছ উৎপন্ন করতে। সোশ্যাল মিডিয়ায় এই শ্বেত পলাশ সম্পর্কে গত বছর পুরুলিয়া শহরের জেলা স্কুল মোড় এলাকার বাসিন্দা আড়শা ব্লকের ভ্রমরটোলা প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক প্রথম জানান। এরপর চারদিকে হইচই পড়ে যায়। বহু মানুষ দেখতে ভিড় করেন সেই গাছকে। এই ধরনের শ্বেত পলাশ গাছের সন্ধান মিলেছে হুড়া, পুঞ্চা, বান্দোয়ান, বলরামপুর, বাঘমুন্ডি, রঘুনাথপুর, অযোধ্যা পাহাড় এলাকাতেও। বনদপ্তরের পক্ষ থেকে কড়া নজরে রাখা হচ্ছে এই গাছগুলোকে।

আরোও পড়ুন : আগে ঘোরা, পরে পয়সা! এবার সহজেই হবে পুরী-বারাণসী-অযোধ্যা ভ্রমণ,ধামাকা অফার IRCTC’র

গত বছর রটে যায় পুরুলিয়ার এই শ্বেত পলাশের দর উঠেছে ৮০ লক্ষ টাকা। অতি বিরল এই শ্বেত পলাশকে ঘিরে রয়েছে বিভিন্ন মতবাদ। অনেকেই বিশ্বাস করেন মহাদেবের খুব প্রিয় এই শ্বেত পলাশ। আবার অনেকের মতে শ্বেত পলাশ দর্শন করা অত্যন্ত পূণ্যের। আবার তন্ত্র সাধনাতেও বিশেষ গুরুত্ব রয়েছে শ্বেত পলাশের। স্থানীয়রা তাই প্রশাসনের কাছে আবেদন জানান যাতে এই গাছগুলিকে সঠিকভাবে বাঁচিয়ে রাখা হয়।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর