‘যা চেয়েছিলাম…’, পরপর তিনবার হারের পর চরম সিদ্ধান্ত হার্দিকের

বাংলা হান্ট ডেস্ক : ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি IPL-র ইতিহাসে একাধিক রেকর্ড গড়েছে মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। ইতিমধ্যেই মোট পাঁচবার খেতাব জিতেছে এই দল। তবে IPL ২০২৪ তাদের জন্য একেবারেই ভালো যাচ্ছেনা। পরপর তিন ম্যাচ হারার পর ভক্তরাও যারপরনাই হতাশ‌। আর এর জন্য অনেকেই হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) নিশানা করছেন।

উল্লেখ্য, IPL শুরু হওয়ার কয়েক মাস আগেই রোহিত শর্মার জায়গায় হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক ঘোষণা করেছিল টিম ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তের পর কার্যত ক্ষোভে ফেঁটে পড়ে ভক্তরা। আর এখন পরপর তিন ম্যাচে হারের পর তো ভক্তদের ক্ষোভ তুঙ্গে উঠেছে। রোহিত ভক্ত থেকে শুরু করে মুম্বাই ইন্ডিয়ান্সের ভক্ত সকলের নিশানাতেই
এখন হার্দিক পান্ডিয়া।

   

পরিস্থিতি হাতের বাইরে যেতেই আসরে নামলেন হার্দিক পান্ডিয়া। এইদিন নিজের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেন তিনি। সমস্ত সমালোচনার জবাব তিনি সেখানেই দিয়েছেন। নিজের এক্স হ্যান্ডেলে মুম্বই ইন্ডিয়ান্সের টিম হার্ডলের একটি ছবি পোস্ট করেছেন বর্তমান অধিনায়ক। ক্যাপশনে লিখেছেন আবেগঘন বার্তা।

আরও পড়ুন : নিকেশ ৯ নকশালি, উদ্ধার প্রচুর হাতিয়ার! ভোটের মুখে বড় সাফল্য সেনার

হার্দিক লিখেছেন, ‘যদি এই দলের বিশেষত্ব নিয়ে আলোচনা করা হয়, তাহলে একটাই কথা বলব যে দলটা কোনওদিন হাল ছেড়ে দেয় না। আমরা লড়াই করতে থাকব। আরও সামনের দিকে এগিয়ে যাব।’ উল্লেখ্য, রোহিতকে সরিয়ে হার্দিককে অধিনায়কের পদে বসানোর পর থেকেই ক্ষোভে ফুঁসছে ভক্তমহল। টুর্নামেন্ট শুরু হওয়ার পর থেকে সেই ক্ষোভ বেড়েছে অনেকখানি।

আরও পড়ুন : চাঁদিফাটা গরমে কাহিল হবে দক্ষিণবঙ্গ, কবে বৃষ্টি? আবহাওয়ার মেগা আপডেট

image 20240402 175358 0000

যদিও ভক্তদের পাশাপাশি প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারিও মনে করছেন, হাল ফেরাতে পারলে কেবল রোহিত শর্মাই পারবেন। পরিস্থিতি সামলাতে অধিনায়কের দায়িত্ব রোহিত শর্মার হাতেই তুলে দেওয়া উচিত। যদিও রোহিতের তরফ থেকে কোনও অফিশিয়াল বিবৃতি এখনও আসেনি। তবে টুর্নামেন্টের শুরুর থেকেই হার্দিকের পাশে থাকার চেষ্টা করছেন তিনি।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর