স্ত্রী বিধায়ক বলে স্বামী চাকরি করবে না?’ ভোটের আগে লাভলির বরের বদলিতে ফুঁসে উঠলেন মমতা

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূল বিধায়ক তথা অভিনেত্রী লাভলি মৈত্রের স্বামীর বদলি। কলকাতা পুলিশের দক্ষিণ পশ্চিম ডিভিশনের ডিসিপি পদে কর্মরত ছিলেন লাভলির স্বামী সৌম্য রায় (DCP South Soumya Roy)। ভোটের ঠিক মুখে তাঁকে সরানোর সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। সৌম্যকে অ-নির্বাচনী কোনও পদে রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। এবার এই নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি (Lovely Maitra)। এদিকে তাঁর স্বামী সৌম্য কলকাতা পুলিশের (দক্ষিণ পশ্চিম ডিভিশন) ডিসিপি পদে কর্মরত ছিলেন। তবে এবার কমিশনের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, নির্বাচন সংক্রান্ত কোনও কাজে তাঁকে রাখা যাবে না। একথা কানে আসতেই ক্ষোভ উগড়ে দেন মমতা। ‘’স্ত্রী বিধায়ক বলে কি স্বামী চাকরি করবে না?’ প্রশ্ন তোলেন তিনি।

মঙ্গলবার চালসার বৃদ্ধাশ্রম থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘লাভলি বিধায়ক হওয়ার অনেক আগে সৌম্য আইপিএস হয়েছে। স্ত্রী যদি বিধায়ক হয় তাহলে কি স্বামী চাকরি করবে না? এটা আবার কী!’ এখানেই না থেমে কেন্দ্রকে নিশানা করে মমতার প্রশ্ন, ‘ভোটের মুখে নিজেদের কজন অফিসারের বদলি করেছ? কতজন বিএসএফের বদলি করেছ? বিচার সবার জন্য সমান হওয়া উচিত’।

আরও পড়ুনঃ ‘মজা দেখিয়ে দেব’! তৃণমূলের দেবাংশু নয়, ভোটের আগে কাকে হুঁশিয়ারি দিলেন অভিজিৎ?

প্রসঙ্গত, এই প্রথম নয়, একুশের বিধানসভা নির্বাচনের সময়ও সৌম্যকে সরানোর সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন (Election Commission)। সেবার সোনারপুর দক্ষিণ থেকে ভোটে দাঁড়িয়েছিলেন লাভলি। লোকসভা নির্বাচনে অবশ্য লাভলিকে টিকিট দেয়নি তৃণমূল। তবে তিনি দলীয় প্রার্থীর হয়ে প্রচার করে বেড়াচ্ছেন। এর মাঝেই সামনে এল সৌম্যর বদলির খবর।

lovely maitra husband soumya roy

জানা যাচ্ছে, আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে চিঠি পাঠায় নির্বাচন কমিশন। সেখানে সৌম্যর বদলির পাশাপাশি তাঁর পদে এবার কে আসীন হবেন সেই জন্য তিন আধিকারিকের নাম পাঠাতেও বলা হয়েছে বলে খবর। বুধবার দুপুর ৩টের মধ্যে রাজ্যকে তিনজন আধিকারিকের নাম পাঠাতে হবে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর