বাংলাহান্ট ডেস্ক: ২০২২ এর মাঝামাঝি এসে পৌঁছেছি আমরা। অনেক ছবি মুক্তি পেয়েছে, অনেক ছবি মুক্তি পাবে আগামীতে। তবে একটা কথা নিঃসন্দেহে বলা যায়, আগামীতে যা যা ছবিই আসুক না কেন, চলতি বছরের সবথেকে হিট ছবির মধ্যে কেজিএফ চ্যাপ্টার ২ (KGF Chapter 2) থাকবেই।
গত এপ্রিল মাসে মুক্তি পেয়েছে কেজিএফ চ্যাপ্টার ২। গোটা বিশ্বের বক্স অফিসে প্রায় ১২৫০ কোটি টাকা তুলেছে এই ছবি এখনো পর্যন্ত। প্রথম ছবি ‘কেজিএফ’ এর দ্বিতীয় অংশ হল কেজিএফ চ্যাপ্টার ২। আবার দ্বিতীয় অংশের শেষের সময়েই জানা গিয়েছিল, আসতে চলেছে কেজিএফ এর তৃতীয় চ্যাপ্টারও (KGF Chapter 3)।
কন্নড় ইন্ডাস্ট্রিতে যশের (Yash) জনপ্রিয়তা আগে থেকেই ছিল। কিন্তু কেজিএফ তাঁকে সুপারস্টার বানিয়েছে। তৃতীয় অংশ নিয়ে এখন থেকেই উন্মাদনা তুঙ্গে উঠেছে দর্শক মহলে। চ্যাপ্টার ৩ নিয়ে নতুন নতুন তথ্য মাঝে মাঝেই সামনে আসছে। কিছুদিন আগে শোনা গিয়েছিল, দ্বিতীয় অংশের মতো তৃতীয় ভাগেও দেখা যাবে বলিউড তারকাকে। যশের সঙ্গে নাকি স্ক্রিন শেয়ার করবেন হৃতিক রোশন।
এবার শোনা যাচ্ছে, কেজিএফ চ্যাপ্টার ৩ এর নায়িকার জন্য বলিউডের প্রথম সারির তারকাদের মধ্যে কাউকে একটা বেছে নেওয়ার চিন্তা ভাবনা করছেন পরিচালক প্রযোজকরা। আসলে দ্বিতীয় চ্যাপ্টারেই নায়িকা শ্রীনিধী শেট্টির মৃত্যু দেখানো হয়েছিল। তাই আগামী অংশে যশের জন্য নতুন নায়িকা প্রয়োজন। ছবির নির্মাতারা নাকি চিন্তা ভাবনা করছেন হিন্দি ইন্ডাস্ট্রি থেকেই আনা হবে নতুন নায়িকাকে।
কেজিএফ এর শুরু থেকেই বলিউড তারকারা এই ফ্র্যাঞ্চাইজার অংশ ছিলেন। প্রথম ছবিতে দেখা গিয়েছিল মৌনি রায়কে। দ্বিতীয় ছবিতে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত এবং রবীনা ট্যান্ডন। দুরন্ত চিত্রনাট্য এবং যশের অভিনয়ের দৌলতে গোটা ভারতে জনপ্রিয়তা পেয়েছে কেজিএফ।
সেটা আরো একটু বাড়াতে চাইছেন নির্মাতারা।
সূত্রের খবর, নায়িকা হিসাবে বলিউডের প্রথম সারির অভিনেত্রীকে কাস্ট করেই নাকি হিন্দি ইন্ডাস্ট্রিতে পাকাপাকি ভাবে জায়গা কায়েম করতে চাইছেন কেজিএফ নির্মাতারা। অন্যদিকে বলিউডের ডুবন্ত অবস্থা আর দক্ষিণের ছবির বাড়বাড়ন্ত দেখে বলিউডের অনেকেই নাকি দক্ষিণে পা বাড়ানোর জন্য মুখিয়ে রয়েছেন। যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষনা করা হয়নি নির্মাতাদের তরফে।