বাংলা হান্ট ডেস্ক : সাল ২০২২ এ মুক্তি পেয়েছিল আমির খান (Amir Khan) অভিনীত বহুল চর্চিত ছবি ‘লাল সিং চাড্ডা’ (Lal Singh Chaddha)। যদিও যে আশা নিয়ে ছবি তৈরি হয়েছিল তার কাছাকাছিও পৌঁছায়নি ছবির কালেকশন। রীতিমত মুখ থুবড়ে পড়েছিল ছবিটি। তারপর থেকেই বড় পর্দা থেকে দূরত্ব বাড়িয়েছেন মিস্টার পারফেকশনিস্ট। তার মাঝেই নেট দুনিয়ায় ঝড় তুলেছে আমিরের একটি ছবি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) একটি ছবি ব্যাপক ভাইরাল (Viral Photo) হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, ছবিতে মোটা কালো ফ্রেমের চশমা পরে রয়েছেন অভিনেতা। মুখে ধরা রয়েছে পাইপ, এদিকে মুখের সামনে উড়ছে ধোঁয়া। অভিনেতার এই লুকের সাথে কার মিল আছে বলুন তো? বাঙালি সিনেমাপ্রেমীদের কাছে এই ছবি, এই লুক তো বড়ই চেনা। এ যেন স্বয়ং সত্যজিৎ রায় (Satyajit Ray)।
অভিনেতা এই ছবি পোস্ট করার পর থেকেই নেটিজনদের প্রশ্ন, তবে কি সত্যজিৎ রায়ের বায়োপিকে অভিনয় করছেন আমির খান? যদিও স্পষ্ট জবাব এখনও মেলেনি। উলটে ভক্তদের কৌতুহল জিইয়ে রেখে ফোটোগ্রাফার অবিনাশ গোয়ারিকর লিখেছেন, ‘আমার প্রিয় আমিরের সঙ্গে বছরের শেষ শ্যুটিং, একটা দারুণ কিছু আসতে চলেছে।’
আরও পড়ুন : শুরুতে ‘রাজ্য সঙ্গীত’, শেষে ‘জাতীয় সঙ্গীত’! রাজ্য সরকারের নয়া নিয়ম ঘিরে জল্পনা তুঙ্গে
এখন এই ‘দারুণ কিছু’ শুনেই উত্তেজনার পারদ চড়েছে বাঙালির মনে। ছবি প্রকাশ্যে আসার পর থেকেই চলছে জোরদার জল্পনা কল্পনা। আমিরও নাকি আজকাল রোজ এক ঘণ্টা করে শাস্ত্রীয় সঙ্গীত চর্চা করছেন। তালিম নিচ্ছেন দেশের নামকরা এক সঙ্গীত শিল্পীর কাছে। তবে এসবের নেপথ্যে কী কারণ তা এখনও অজানা।
View this post on Instagram
বলিউড সূত্রে খবর, পরপর ফ্লপের ধাক্কা সামলাতে হিমশিম খেয়ে গেছিলেন আমির খান। তারপরেই নাকি নিত্যনতুন কাজে নিজেকে ব্যস্ত করে তুলেছিলেন। কিছুদিন আগে তো পাপারাজ্জিদের সাথে কথা বলার জন্য মারাঠিও শিখেছিলেন তিনি। তবে বছর শেষে যে যে ছবি তিনি সামনে আনলেন তা সত্যিই চমকে দেওয়ার মত। সত্যিই কি সত্যজিৎ রায়ের ভূমিকায় অভিনয় করছেন তিনি? সোশ্যাল মিডিয়ায় জল্পনা তুঙ্গে।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার