টাকার অভাবে পেতেন না রেশন, ইংরেজি না জানায় মিলত না চাকরি! সেই কাঙাল ছেলে আজ সুপারস্টার

বাংলাহান্ট ডেস্ক : সফলতা সব সময় নিয়ম মেনে আসেনা। স্টার কিড হোক কিংবা সাধারণ কেউ, পরিশ্রম ছাড়া সফলতার স্বাদ পাওয়া যায়না। তার সাথে অবশ্যই দরকার হয় ভাগ্যের। বিশেষ করে আমাদের চলচ্চিত্র জগতে এমন বহু তারকা আছেন যারা মাথার ঘাম পায়ে ফেলে পৌঁছেছেন সফলতার শিখরে।

শাহরুখ খান থেকে আমাদের টলিউডের দেব, সবাইকেই পরিশ্রম করতে হয়েছে সফলতা পাওয়ার জন্য। এমন বহু শিল্পী রয়েছেন যারা আজ বিলাসবহুল জীবন যাপন করলেও, একটা সময় খাবারের জন্যেও তাঁদের লড়াই করতে হয়েছে। আজ আমরা এমন এক সফল অভিনেতার কথা জানব যার একটা সময় রেশন কেনার জন্যেও ছিল না টাকা।

আরোও পড়ুন : বাদুড়ঝোলা ভিড়ের দিন শেষ! কাজ প্রায় শেষ, শিয়ালদা ডিভিশনে জুলাই থেকেই চলবে ১২ কোচের লোকাল

সেই কাঙাল ছেলেটি আজ কোটি কোটি টাকার সম্পদের মালিক। এই অভিনেতা আজ প্রসিদ্ধ তাঁর অভিনয় ক্ষমতা ও নাচের জন্য। ইংরেজি বলতে না পারার একটা সময় রিজেক্ট হয়েছিলেন হোটেলের কাজ থেকেও। বলিউডের (Bollywood) অন্যতম সফল অভিনেতা গোবিন্দাকে (Govinda) নিয়ে আজ কথা বলছি আমরা।

আরোও পড়ুন : সিপিএমের পতাকা হাতে উঠে পড়লেন তৃণমূলের মঞ্চে! তারপর? পূর্ব বর্ধমানের ঘটনায় শোরগোল!

কমেডি চরিত্রে অভিনয় করে ৯০ দশকে বিপুল সফলতা পেয়েছিলেন তিনি। একবার একটি সাক্ষাৎকারে গোবিন্দা বলেছিলেন, তাঁর শৈশব কেটেছে দারিদ্রতায়। রেশন কেনার টাকা পর্যন্ত ছিল না। পেটের খাবার জোগাড়ের জন্য দোকান থেকেও নিতে হয়েছিল ধার। আর্থিক অবস্থা উন্নতির জন্য গোবিন্দা একটা সময়ে প্রচুর কাজের খোঁজ করেছেন।

govinda 141040903 16x9

তবে ইংরেজি না জানায় চাকরি জোটাতে পারেননি তিনি। কোথাও চাকরি না পেয়ে গোবিন্দা অভিনয় জগতে প্রবেশের সিদ্ধান্ত নেন। ১৯৮৬ সালে ‘তন-বদন’ ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ করেন গোবিন্দা।  ‘শোলা অর শবনম’ ছবিটি তাঁকে এনে দেয় বিপুল সাফল্য। ‘কুলি নং ১’, ‘আন্দোলন’, ‘সাজন চলে সসুরাল’, ‘হিরো নং ১’-এর মতো হিট ছবি রয়েছে তাঁর ঝুলিতে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর