কার্গিল যুদ্ধে লড়েছিলেন এই বলিউড অভিনেতা! কে জানেন? নাম দেখলে বিশ্বাস হবে না!

বাংলা হান্ট ডেস্কঃ প্রত্যেক বছর ২৬ জুলাই ‘কার্গিল বিজয় দিবস’ হিসেবে পালন করা হয়। কার্গিল যুদ্ধে ভারতীয় সেনার অনবদ্য লড়াইকে কুর্নিশ জানানো হয় এদিন। তবে আপনি কি জানেন, বলিউডের এক অভিনেতাও (Bollywood Actor) এই যুদ্ধে দেশের জন্য লড়াই করেছিলেন? সেই তারকা ‘কুইক রিয়্যাকশন টিমে’র অংশ ছিলেন। যুদ্ধ চলাকালীন প্রায় ২ সপ্তাহ জওয়ানদের সঙ্গে কাটিয়েছিলেন তিনি।

কার্গিল যুদ্ধে লড়েছিলেন কোন বলিউড তারকা (Bollywood Actor)?

এখানে যে নায়কের কথা হচ্ছে তিনি ১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত ‘প্রহার’ ছবিতে মেজর প্রতাপ চৌহানের চরিত্রে অভিনয় করেছিলেন। আশা করি এবার বুঝতে পেরেছেন এখানে কোন অভিনেতার কথা বলা হচ্ছে? ১৯৯৯ কার্গিল যুদ্ধে (Kargir War) ভারতীয় সেনার সঙ্গে লড়াই করা সেই নায়কের নাম হল নানা পাটেকর। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয়ে কথা বলেন অভিনেতা।

বলিউড তারকার কথায়, ‘আমি কুইক রিয়্যাকশন টিমের সদস্য ছিলাম। এটি এলিট ফোর্সগুলির মধ্যে অন্যতম। দেশের জন্য এটুকু তো করাই যায়’। যদিও এই প্রথম নয়, এর আগেও জওয়ানদের প্রতি শ্রদ্ধা জাহির করতে দেখা গিয়েছে নানাকে (Nana Patekar)। সিনেমার নায়ক নয়, দেশের জওয়ানদের আসল হিরো তকমাও দিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ বিয়ের ফটোগ্রাফার থেকে সিরিয়ালের হিরো! ‘তোমাদের রানী’র দুর্জয়ের সংগ্রাম শুনলে কুর্নিশ জানাবেন!

২০১৬ সালে যখন পাকিস্তানি শিল্পীদের বলিউডে কাজ করা থেকে ‘ব্যান’ করা হয়েছিল, তখনও এই নিয়ে নিজের বক্তব্য রেখেছিলেন ‘দ্য ভ্যাকসিন ওয়ার’ অভিনেতা (Bollywood Actor)। বলেছলেন, ‘সবার প্রথমে দেশ। আমি দেশের চেয়ে বড় কাউকে চিনি না আর চিনতেও চাই না। দেশের সামনে একজন শিল্পী খুবই নগন্য’।

Bollywood actor Nana Patekar

নানা আরও বলেন, ‘আমি প্রায় আড়াই বছর সেনাবাহিনীতে ছিলাম। তাই আমি জানি আমাদের আসল হিরো কে। জওয়ানদের থেকে বড় নায়ক আর কেউ হতে পারবে না। আমাদের জওয়ানরাই আসল হিরো’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর