কপিল শর্মার জন্য স্বার্থ ত্যাগ করেও দাম পাননি! আফসোসের করে কী বললেন অর্চনা?

বাংলা হান্ট ডেস্ক : বরাবরই ‘দ্য কাপিল শর্মা শো’-এর মধ্যমণি হয়ে থাকেন অভিনেত্রী অর্চনা পূরণ সিং (Archana Puran Singh)। হিন্দি টেলিভিশনের জগতে অত্যন্ত জনপ্রিয় একটি গেম শো ছিল ‘দ্য কাপিল শর্মা শো’। এই কমেডি শোয়ের হাত ধরেই সারা দেশ  জুড়ে খ্যাতি পেয়েছেন ভারতীয় কমেডি কিং কপিল শর্মা। দেখতে দেখতে ১০ বছর পার করে ফেলেছে এই কমেডি শো। সালটা ছিল ২০১৪, এই বছর কালার্স টিভির ‘কমেডি নাইটস উইথ কপিল’-এ তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি।

আফসোসের সুর অর্চনা পূরণ সিং (Archana Puran Singh)-এর গলায়

তারপরেই রাতারাতি সোনি টিভির এই শোতে সঞ্চালকের ভূমিকায় রাতারাতি ব্যাপক জনপ্রিয়তা পান কপিল শর্মা। তবে এবছর এই টিভি শোয়ের  প্রথম অভিষেক হয়েছে ওটিটি প্লাটফর্মে। এবছর নেটফ্লিক্সে সম্প্রচারিত হচ্ছে এই শো। যদিও এই বছর এই শোয়ের নাম বদলে হয়েছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’।

   

তবে দর্শকদের এই প্রিয় শো টেলিভিশনের পর্দা ছেড়ে ওটিটি প্লাটফর্মে চলে যেতেই ক্ষোভে ফেটে পড়েছিলেন দর্শকদের একাংশ। যদিও তাতে এই কমেডি শোয়ের জনপ্রিয়তার ভাঁটা পড়েনি একফোঁটাও। প্রত্যেক বারের মতো এবারও এই কপিল শর্মার শোয়ে বিভিন্ন মজাদার চরিত্রে দেখা যাচ্ছে  সুনীল গ্রোভার, ক্রুষ্ণা অভিষেক, কিকু শারদার মত কমেডি তারকাদের।

আরও পড়ুন : দুই ছোট্ট পুতুল! দাদা ইউভানের কোলে উঠছে একরত্তি ইয়ালিনী, ছবি দেখেই গলে জল দর্শক

এছাড়া প্রত্যেক বছরের মত এই বছরেও বিচারকের স্থান দখল করে নিয়েছেন অভিনেত্রী অর্চনা পূরণ সিং (Archana Puran Singh)। এবার এই অভিনেত্রীর (Archana Puran Singh) গলায় শোনা গেল আক্ষেপের সুর। আফসোস করেই এদিন তিনি বলেছেন এই শো এর জন্য নাকি অনেক ত্যাগ  করতে হয়েছে তাঁকে।  একাধিক সিনেমার প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিতে বাধ্য হয়েছেন তিনি।

Archana

এ প্রসঙ্গে মুম্বাইয়ের এক সংবাদমাধ্যমের সাথে সাক্ষাৎকারের অভিনেত্রী বলেছেন, ‘বহু পরিচালকের ছবিতে কাজের প্রস্তাব এসেছিল কিন্তু নাকচ করতে হয়েছে। আসলে কপিল শর্মার শোয়ে অনেকটা সময় ব্যায় হয়। তাই অন্য কাজের ইচ্ছে থাকলেও উপায় নেই। এখন ছবির শুটিং বেশিরভাগ ক্ষেত্রেই বিদেশে হয়। স্কটল্যান্ড, মরিশাস এবং অস্ট্রেলিয়ার মতো জায়গায় শুটিং চলে। রিয়্যালিটি শোয়ের কাজ সামলে কোনওভাবেই এই ধরণের শুটিং করা সম্ভব নয়।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর