কঙ্গনা নয়, BJP-র টিকিটে ডেবিউ করবেন মাধুরী! লোকসভা ভোটে এই আসনে লড়তে পারেন অভিনেত্রী

Published On:

বাংলা হান্ট ডেস্ক : কাশ্মীর থেকে কন্যাকুমারী__আসুমদ্র হিমাচল তার সৌন্দর্যের দিওয়ানা। বলিউডের (Bollywood) ধক ধক গার্ল তিনি। তিনি দেশের কোটি কোটি পুরুষের স্বপ্ন সুন্দরী। তিনি হলেন বলিউড ডিভা মাধুরী দীক্ষিত (Madhuri Dixit)। আর এবার এই সুন্দরীই আসছেন রাজনীতির (Politics) ময়দানে। সূত্রের খবর, আসন্ন লোকসভা নির্বাচনে মুম্বাই থেকে লড়বেন তিনি। এখন প্রশ্ন হল, কোন দলের হয়ে লড়বেন নায়িকা?

সূত্রের খবর, সবকিছু ঠিক থাকলে ২০২৪ এর লোকসভা ভোটে বিজেপির (BJP) টিকিটে ডেবিউ হতে চলেছে অভিনেত্রীর। কানাঘুষা খবর ইতিমধ্যেই একাধিক বিজেপি নেতার সঙ্গে শুরু হয়েছে মাধুরীর ওঠাবসা। ওয়াংখেড়েতে ভারত-নিউজিল্যান্ডের সেমিফাইনাল ম্যাচে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার, এনসিপি নেতা প্রফুল প্যাটেল এবং বিজেপি নেতা আশিস শেলারের সাথে অভিনেত্রীকে দেখা যাওয়ার পর থেকেই শুরু হয়েছে জল্পনা।

যদিও নর্থ মুম্বাই নাকি নর্থ ওয়েস্ট মুম্বাই (Mumbai) থেকে তিনি দাঁড়াবেন তা এখনও কনফার্ম নয়। তবে সূত্র বলছে, পুনম মহাজনের আসনে BJP-র বাজি হতে পারেন মাধুরী দীক্ষিত। যদিও এর আগে ২০১৯ সালেও শোনা গিয়েছিল যে পুনে আসনে তিনি BJP-র প্রার্থী হচ্ছেন। তবে সেবার সমস্ত জল্পনাকেই মিথ্যা বলে জানিয়েছিলেন অভিনেত্রী।

আরও পড়ুন : নেই কোনও একস্ট্রা চার্জ, পাঁচ ধরণের সেভিংস অ্যাকাউন্ট নিয়ে হাজির SBI! গ্রাহকরা হবেন লাভবান

madhuri dixit 3

সূত্রের খবর, ২০২৪ এর লোকসভা নির্বাচনে মহারাষ্ট্র থেকে প্রার্থীদের একটি প্রাথমিক তালিকা তৈরি করেছে বিজেপি। মহারষ্ট্রের ৪৮ টি আসনের মধ্যে ৪৫ টিতেই জয় হাসিল করার জন্য মরিয়া গেরুয়া শিবির। যে কারণেই এবার সেলিব্রেটি কার্ড খেলতে চাইছে তারা। আর সেই তালিকায় নাকি সবার উপরে রয়েছে ধক ধক গার্ল মাধুরীর নাম।

আরও পড়ুন : হাতিয়ার AI, ভাইপোর গলা নকল করে পিসির দেড় লক্ষ নিয়ে পগারপার! ঘুম উড়ল পরিবারের

bjp procession sixteen nine

যদিও এই বিষয়ে মাধুরী বা তার কোনও সূত্রের তরফ থেকে কোনও অফিশিয়াল বিবৃতি দেওয়া হয়নি। রাজনীতিতে তিনি আদৌ আসবেন কি না, তা নিয়ে জোর চর্চা চলছে। তবে মাধুরী দীক্ষিত যদি সত্যিই মহারাষ্ট্র থেকে দাঁড়ায় তাহলে সংশ্লিষ্ট আসনে জয় পাকা বলেই মনে করছে গেরুয়া শিবির।

Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X