এ কী কাণ্ড! সিনেমা ছেড়ে পুলিশের পরীক্ষায় বসলেন সানি লিওনি! ভাইরাল অ্যাডমিট কার্ডের ছব

বাংলা হান্ট ডেস্ক : পুলিশে চাকরি খুঁজছেন বলিউড তারকা সানি লিওনি (Sunny Leone)। পরীক্ষায় বসার জন্য ফর্মও পূরণ করেছেন তিনি। শুনতে অবাক লাগলেও অ্যাডমিট কার্ড তো তাই বলছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যে ছবি ভাইরাল (Viral Admit Card) হয়েছে তাতে দেখা যাচ্ছে উত্তর প্রদেশের পুলিশ রিক্রুটমেন্ট অ্যান্ড প্রোমোশন বোর্ডের (UPPRB) ওয়েবসাইটে কনস্টেবল পদের জন্য আবেদন করেছেন সানি লিওনি।

প্রসঙ্গত উল্লেখ্য, উত্তর প্রদেশের পুলিশ রিক্রুটমেন্ট অ্যান্ড প্রোমোশন বোর্ডের (UPPRB) ওয়েবসাইটে কনস্টেবল পদের জন্য নোটিশ জারি করা হয়। আর তাতেই দেখা গেছে, এই পরীক্ষায় আবেদন করেছেন বলি তারকা সানি লিওনি। তার ছবি এবং নাম দিয়ে একটি অ্যাডমিট কার্ডের ছবিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভাইরাল হওয়া এই অ্যাডমিট কার্ডে দেখা যাচ্ছে, গত শনিবার অর্থাৎ ১৭ ফেব্রুয়ারি পরীক্ষার্থী সানি লিওনির পরীক্ষা ছিল কনৌজের তিরওয়ার শ্রীমতি সোনেশ্রী মেমোরিয়াল গার্লস কলেজে। রেজিষ্ট্রেশনের জন্য তিনি একটি মোবাইল নম্বরও ব্যবহার করেছেন। খোঁজ নিয়ে জানা যায়, এই নম্বরটি উত্তর প্রদেশের মাহোবার এক বাসিন্দার। এবং ঠিকানাটি মুম্বাইয়ের।

আরও পড়ুন : সঙ্কটে ঝড়খণ্ড সরকার, দিল্লি পৌঁছাল কংগ্রেসের ১২ জন বিধায়ক, ভোটের মুখে বড় খেলা

a refreshing take from a celebrity 2024 02 18t113635025 a4d9

বিষয়টি প্রকাশ্যে আসতেই তদন্ত শুরু করে পুলিশ। যদিও কলেজ কর্তৃপক্ষ জানাচ্ছে, পরীক্ষার দিন এই নামে কোনও পরীক্ষার্থী কলেজে আসেনি। এদিকে পুলিশ সূত্রে জানা যাচ্ছে, এই অ্যাডমিটটি ভুয়ো। কেউ ইচ্ছাকৃতভাবে এটি তৈরি করেছে এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছে। পাশাপাশি অ্যাডমিটে কার্ডে থাকা নম্বরের মালিককেও জেরা করা হচ্ছে বলে খবর।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর