র‍্যাম্পে হাঁটার সময়ই ছিঁড়ে গিয়েছে স্কার্ট বা প্রকাশ হয়েছে শরীরের গোপন অংশ, বহুবার পোশাক বিভ্রাটের শিকার তারকারা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ‘আউটফিট ম্যালফাংশন’ বা সাদা বাংলায় পোশাক বিভ্রাট (wardrobe malfunction) শব্দটার সঙ্গে অনেকেই এখন পরিচিত হয়ে গিয়েছেন। বহু তারকাই নানা সময়ে এই কারণে অস্বস্তির মুখে পড়েছেন। অসাবধানতা বশত পোশাক সরে গিয়ে বিব্রত হতে হয়েছে তাঁদের। তার ওপর সবসময় তারকাদের প্রতিটা গতিবিধির ওপর তীক্ষ্ণ নজর রয়েছে পাপারাৎজির। তাদের দৌলতেই নেটদুনিয়ায় ফাঁস হয় পোশাক বিভ্রাটের ঘটনা। দিশা পাটানি (disha patani) থেকে আলিয়া ভাট (alia bhatt), বহু তারকাই কখনও না কখনও সম্মুখীন হয়েছেন পোশাক বিভ্রাটের।


আলিয়া ভাট- ফ‍্যাশন শোয়ে এক জনপ্রিয় ডিজাইনারের তৈরি করা গাউন পরেছিলেন আলিয়া। কিন্তু সেই গাউনের কাটগুলো এতটাই খোলামেলা ছিল যে সামলাতে হিমশিম খাচ্ছিলেন তিনি। র‍্যাম্প ওয়াকের মাঝেই বহুবার শরীরের নানা অংশ পোশাকের ফাঁকে বেরিয়ে আসে অভিনেত্রীর।

সোনম কাপুর- বলিউডে সোনমের ফ‍্যাশন সেন্স খুবই ভাল বলা হয়। কিন্তু তাঁকেও পড়তে হয়েছে পোশাক বিভ্রাটের কবলে। একবার একটি শোয়ে কালো রাফল ডিজাইনের পোশাক পরেছিলেন অভিনেত্রী। পোশাকটির হাতা এতটাই বড় ছিল যে সোনমের স্তনের বেশ কিছুটা অংশ প্রকাশ হয়ে পড়ে ক‍্যামেরায়। সেই ছবি রীতিমতো ভাইরাল হয়।


দিশা পাটানি- বড়সড় পোশাক বিভ্রাটের হাত থেকে দিশাকে বাঁচিয়েছিলেন প্রেমিক টাইগার শ্রফ। একটি ফ‍্যাশন শোতে দিশা র‍্যাম্প ওয়াক শুরু করতেই তাঁকে আটকে দেন টাইগার। প্রথমে কেউ বুঝতে না পারলেও পরে বোঝা যায় র‍্যম্পের মেঝেটা পুরোপুরি কাঁচ দিয়ে মোড়া ছিল। তার ওপর হাঁটতেই স্পষ্ট হয় দিশার অন্তর্বাস। এরপর র‍্যাম্প থেকে নেমে ক‍্যামেরার জন‍্য পোজ দেন অভিনেত্রী।


নার্গিস ফকরি- ফ‍্যাশন শোতে কালো হাই স্লিটের গাউন পরেছিলেন অভিনেত্রী। হাঁটা শুরু করতেই মাঝখান থেকে ছিঁড়ে উপরে উঠতে শুরু করে গাউন। কোনোরকমে হাত দিয়ে গাউন চেপে র‍্যাম্প ওয়াক শেষ করেন নার্গিস।


ইয়ামি গৌতম- এক সাংবাদিক সম্মেলনে অন্তর্বাসের ওপর শুধু একটি জ‍্যাকেট পরে এসেছিলেন ইয়ামি। সম্মেলন শুরু হওয়ার আগেই বারবার অন্তর্বাস ঠিক করতে দেখা যায় তাঁকে। সেই দৃশ‍্যও ভাইরাল হয়।


গওহর খান- র‍্যাম্প ওয়াকের মাঝেই স্কার্টের পেছনে ছিঁড়ে গিয়ে বিপত্তি হয়েছিল অভিনেত্রীর। শেষে হাত দিয়ে ছেঁড়া অংশ চেপে ধরে তড়িঘড়ি র‍্যাম্প ছাড়েন তিনি।


দিব‍্যা খোসলা কুমার- ল‍্যাকমে ফ‍্যাশন উইকে র‍্যাম্পে হাঁটার সময়ই খুলে যায় দিব‍্যার লেহেঙ্গা। তবে উপস্থিত বুদ্ধির জোরে দ্রুত সামলে নেন তিনি বিষয়টাকে।

সম্পর্কিত খবর

X