বাংলাহান্ট ডেস্ক: আশির দশকে ভারতীয় চলচ্চিত্র জগতে অ্যাকশন সুপারস্টার হিসাবে উঠে এসেছিলেন চার তারকা। জ্যাকি শ্রফ (Jackie Shroff), মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty), সানি দেওল (Sunny Deol) এবং সঞ্জয় দত্ত (Sanjay Dutt)। চারজন নিজস্ব ভঙ্গিতে দর্শকদের মন জয় করে এসেছেন বছরের পর বছর ধরে। তবে এই প্রথম কোনো ছবিতে একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন। ছবির নাম ‘বাপ’।
বলিউডের সঙ্গে অ্যাকশনের সম্পর্ক বহু পুরনো। কিন্তু সেই পুরনো স্বাদের অ্যাকশন ছবি আর দেখতে পায়না দর্শক। তাই বলিউডকে নতুন করে ঘুরে দাঁড় করানোর চেষ্টা করছেন পরিচালক আহমেদ খান। পুরনো দিনের এই চার সুপারস্টারকে একসঙ্গে পর্দায় এনে একটা বড় ঝুঁকি নিতে চলেছেন তিনি।
আশির দশকে এই চার তারকাই মশলা অ্যাকশন ছবির বেতাজ বাদশা ছিলেন। চারজনেই এখনো বলিউডে সক্রিয় রয়েছেন। নতুন ছবিতে নায়ক হয়ে ফিরছেন সানি দেওলও। তবে চার অভিনেতাকে একসঙ্গে পর্দায় দেখা সম্ভবত এই প্রথম। স্বাভাবিক ভাবেই ছবিটি নিয়ে চর্চা তুঙ্গে।
ছবিটি নিয়ে এখনো তেমন বিস্তারিত তথ্য না মিললেও জানা যাচ্ছে আহমেদ খান নিজে থাকবেন প্রযোজকের আসনে। সহ প্রযোজনা করছে জি স্টুডিওজ। ছবির পরিচালনা করবেন বিবেক চৌহান। চিত্রনাট্যও ধামাকাদার হতে চলেছে বলেই খবর। জানা যাচ্ছে, আগামী বছর মুক্তি পেতে পারে ছবিটি।
উল্লেখ্য, এর আগে এই সুপারস্টাররা কয়েকজন একসঙ্গে একাধিক ছবিতে স্ক্রিন শেয়ার করেছেন বটে, তবে চারজনকে একসঙ্গে এই প্রথম দেখা যাবে ছবিতে। এর আগে ‘যোদ্ধা’ ছবিতে সানি দেওল ও সঞ্জয় দত্তকে একসঙ্গে দেখা গিয়েছিল। ‘খলনায়ক’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন সঞ্জয় দত্ত এবং জ্যাকি শ্রফকে। আবার বর্ডার ও ত্রিদেব ছবিতে একত্রে দেখা গিয়েছিল জ্যাকি শ্রফ ও সানি দেওলকে।
কিন্তু মিঠুনকে কারোর সঙ্গেই স্ক্রিন শেয়ার করতে দেখা যায়নি। সিনেপ্রেমীদের সেই আক্ষেপ পূরণ হতে চলেছে অবশেষে। ছবিটি নিয়ে আরো বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করছে সিনেপ্রেমীরা।