ক্রিকেটের প্রতি বিরাট কোহলির মানসিকতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন শাহিদ আফ্রিদি..

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আইপিএল শেষ হওয়ার পর এই মুহূর্তে স্ত্রী এবং কন্যার সাথে নিয়ে ছুটি কাটাচ্ছেন বিরাট কোহলি। সদ্যসমাপ্ত আইপিএল মরশুমটা খুব একটা ভালো যায়নি তার। মাত্র দুই বার অর্ধশতরানের গণ্ডি অতিক্রম করেছিলেন। গোল্ডেন ডাকেও করেছিলেন কয়েকবার। আন্তর্জাতিক ক্রিকেটেও সময়টা ভালো যাচ্ছে না তার। এবার তার উদ্দেশ্যে তোপ দাগলেন শাহিদ আফ্রিদি।

বিরাট কোহলি নিজের শেষ আন্তর্জাতিক শত রান করেছিলেন ২০১৯ সালের শেষের দিকে। কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিরুদ্ধে পিঙ্ক বল টেস্টে তিনি শতরান করেছিলেন শেষবারের মতো। তারপর বেশ কয়েকবার ৭০, ৮০, ৯০ রান করলেও সে গুলোকে ১০০ তে রূপান্তরিত করতে পারেননি তিনি। বিরাট কোহলির এই ব্যর্থতার পেছনে তার মানসিকতা রয়েছে বলে দাবি করছেন শাহিদ আফ্রিদি।

IMG 20211113 164502

শাহিদ আফ্রিদি বিরাট কোহলি সম্পর্কে বলেছেন, “ক্রিকেটে সাফল্যের গোটা ব্যাপারটাই মানসিকতার উপর নির্ভর করে। এখন কোহলি যখন মাঠে নামে তখন আর আগের মতো মানসিকতা নিয়ে মাঠে নামে? আগে ও যখন ব্যাট হাতে নামতো ও বড় বড় রান করত তখন ওকে দেখে বোঝা যেত ও বিশ্বের সেরা ব্যাটসম্যান হতে চায় এবং সেই মতেই পারফরম্যান্স করছিল। এখন কি ওর মনোভাব একই রকম? নাকি ও ভেবে ফেলেছে যে ও সবই পেয়ে গেছে?”

এর আগেও অনেকবার নানা বিষয় নিয়ে বিতর্কিত মন্তব্য করে শিরোনামে এসেছেন আফ্রিদি। কোহলি ভক্তরা মনে করছেন এটি সেরকমই একটি প্রচেষ্টা যাতে তিনি শিরোনামে থাকতে পারেন। আবার অনেকে মনে করছেন কিছুদিন আগে প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং কোহলিকে নিয়ে কিছু মন্তব্য করেছিলেন তারই পাল্টা প্রতিক্রিয়া আফ্রিদির এই মন্তব্য। পন্টিং বলেছিলেন এখন কোহলি আর নিজের সফলতা নিয়ে ভাবিত নন। নিজের দল ভাল করলে কোহলিও খুশি থাকছেন সে এখন শুধুমাত্র নিজের জন্য খেলে না বরং দলের জন্য খেলে। আসন্ন ইংল্যান্ড সফরের টেস্ট এবং সীমিত ওভারের ফরম্যাটে নিজের ব্যাট দিয়ে সমালোচকদের জবাব কি দিতে পারবেন কোহলি? উত্তরটা সময় দেবে

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর