অন‍্যের কষ্টের টাকায় ফুর্তি করে বলিউড থেকেই বয়কট! ঘাড়ধাক্কা খেয়ে শ্রীলঙ্কাতেই ফিরে যাবেন জ‍্যাকলিন?

Published On:

বাংলাহান্ট ডেস্ক: লোভে পাপ, পাপে মৃত‍্যু। একথা কতই শুনেছি সবাই। কিন্তু অনেকেই ভুলে যান সাবধানবাণী। ফলও হয় মারাত্মক। যেমন এখন ফল ভোগ করছেন অভিনেত্রী জ‍্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez)। প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে নাম জড়িয়ে নিজের অভিনয় কেরিয়ারে নিজেই শনি ডেকে এনেছেন তিনি। বলিউড থেকেই এবার নির্বাসিত হতে পারেন জ‍্যাকি।

২১৫ কোটি টাকার প্রতারণা মামলায় জেলের ঘানি টানছেন ব‍্যবসায়ী সুকেশ চন্দ্রশেখর। তাঁর সঙ্গে যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তার সপক্ষে প্রচুর প্রমাণ পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রতারণার টাকায় নাকি জ‍্যাকলিনকে কয়েক কোটি টাকার উপহার কিনে দিয়েছিলেন চন্দ্রশেখর।


এক বিবৃতিতে ইডি জানিয়েছে, প্রতারণা আর তোলাবাজির টাকায় জ‍্যাকলিনকে উপহার কিনে দিতেন সুকেশ চন্দ্রশেখর। প্রায় ৫ কোটি ৭১ লাখ টাকার উপহার নিজের ডান হাত পিঙ্কি ইরানি মারফত অভিনেত্রীকে পাঠাতেন ওই প্রতারক।
প্রতারক ব‍্যবসায়ীর থেকে বহুমূল‍্য উপহার হাতিয়েছেন জ‍্যাকলিন।

তার মধ‍্যে রয়েছে একটি ঘোড়া, তিনটি নামী সংস্থার ডিজাইনার ব‍্যাগ, একটি ডিজাইনার জিমের পোশাক, নামী সংস্থার একজোড়া জুতো, হীরের কানের দুল এবং বিভিন্ন রঙের পাথরের বানানো একটি ব্রেসলেট। প্রতারক ব‍্যবসায়ীর থেকে একটি বিলাসবহুল গাড়িও নিয়েছিলেন জ‍্যাকলিন। যদিও পরে তা ফিরিয়ে দিয়েছিলেন তিনি।

প্রথম চার্জশিটে ইডি উল্লেখ করেছিল, হাতানো অর্থ কীভাবে কোন কাজে লাগিয়েছিল চন্দ্রশেখর। আর সম্প্রতি সাপ্লিমেন্টারি চার্জশিটে ইডি দাবি করেছে, ওই টাকা দিয়েই জ‍্যাকলিনকে প্রায় ৫ কোটি টাকার উপহার কিনে দিয়েছিলেন চন্দ্রশেখর। অভিনেত্রীকে অভিযুক্ত বলে দাবি করে ইডির বক্তব‍্য, প্রতারণার টাকায় যে উপহার গুলো কেনা হয়েছে তা খুব ভাল ভাবেই জানতেন জ‍্যাকলিন। সবটা জেনেশুনেই ভোগ করেছেন তিনি। আর তাতেই প্রতারণার মামলায় অভিযুক্ত হিসাবে উঠে এসেছে জ‍্যাকলিনের নাম।


আর এরপরেই নাকি বলিউড থেকে জ‍্যাকলিনকে একঘরে করে দেওয়ার জল্পনা শোনা যাচ্ছে। এমনিতেই খুব বেশি ছবিতে দেখা যায়না অভিনেত্রীকে। আর এখন ইডি পেছনে পড়ায় নাকি আরোই কাজ হারাচ্ছেন জ‍্যাকলিন। এক পরিচালক নাম গোপন রাখার স্বার্থে জানিয়েছেন, ইডি সমন পাঠানোর পর থেকেই আর নতুন কাজ পাচ্ছেন না তিনি। বচ্চন পাণ্ডে, বিক্রান্ত রোনা দুটিই পুরনো প্রোজেক্ট। কেউই নতুন কাজ দিতে চাইছেন না জ‍্যাকলিনকে‌।

এমন পরিস্থিতিতে ইন্ডাস্ট্রির অভ‍্যন্তরে গুঞ্জন শোনা যাচ্ছে, বলিউড নাকি জ‍্যাকলিনকে চিরতরে বয়কট করার কথা ভাবছে। শ্রীলঙ্কার মেয়ে বলিউডে এসেছিলেন অভিনয়ে নাম করার জন‍্য। বলিউড থেকে তাড়িয়ে দিলে তিনি শ্রীলঙ্কাতেই ফিরে যাবেন কিনা তা নিয়েও চলছে জল্পনা।

সম্পর্কিত খবর

X