ভারতীয় সিনেমার প্রথম ‘সুপারস্টার’এর শেষ জীবন কেটেছে একাকীত্বে, আসছে রাজেশ খান্নার বায়োপিক

বাংলাহান্ট ডেস্ক: বায়োপিকের জমানা চলছে বলিউডে। রাজনৈতিক নেতা থেকে শুরু করে ক্রীড়া ব‍্যতিত্ব, বিনোদন জগতের তারকাদের জীবন কাহিনি নিয়েও হয়েছে ছবি। সেই তালিকায় এবার জুড়তে চলেছে সুপারস্টার রাজেশ খান্নার (rajesh khanna) নাম। বলিউড ইন্ডাস্ট্রির প্রথম সুপারস্টার তিনি। ফ‍্যানবেস দেখার মতো ছিল ‘আনন্দ’এর। এখনো জনপ্রিয়তায় খুব একটা ভাঁটা পড়েনি তাঁর।

এমন বড় মাপের একজন অভিনেতা হয়েও জীবনের শেষ মুহূর্তে কিন্তু কাউকেই কাছে পাননি তিনি। জানা যায়, শেষ কটা দিন চরম একাকীত্বে কেটেছে তাঁর। রাজেশ খান্নার জীবনী ‘ডার্ক স্টার: দ‍্য লোনলিনেস অফ বিইং রাজেশ খান্না’তেও এমনি উল্লেখ মিলেছে। জানা যাচ্ছে, গৌতম চিন্তামণির লেখা এই বইটিকেই ফিল্ম আকারে আনতে চান অভিনেতা তথা প্রযোজক নিখিল দ্বিবেদী।

rajesh khanna
পরিচালক ফারাহ খানের সঙ্গে এ বিষয়ে তাঁর কথাবার্তা চলছে বলে খবর সংবাদ মাধ‍্যম সূত্রে। এ বিষয়ে স্বত্বও কিনে নিয়েছেন নিখিল। ছবির ব‍্যাপারে তেমন কোনো তথ‍্য না মিললেও অভিনেতা প্রযোজক জানিয়েছেন, বইটিতে তিনি খুব আগ্রহ পেয়েছেন। কেরিয়ারের খারাপ সময় থেকে বেরিয়ে নতুন উচ্চতায় পৌঁছেছিলেন রাজেশ খান্না।

নিখিলের মতে, এমন একজন অভিনেতাকে নিয়ে অনেক দিন আগেই ছবি তৈরি হওয়া উচিত ছিল। প্রয়াত অভিনেতার জীবন ও তাঁর সাফল‍্যের গল্প বলবে এই ছবি। কোনো বিতর্ক সৃষ্টির উদ্দেশ‍্য নেই তাঁদের। তাই রাজেশ খান্নার পরিবারের থেকে অনুমতি নিয়েই ছবি তৈরি করবেন বলে জানিয়েছেন নিখিল।

রাজেশ খান্না ও ডিম্পল কাপাডিয়া, বলিউডের এই দুই সুপারস্টারের জুটি নিয়ে কৌতূহলের অন্ত নেই মানুষের। চিরদিনই ‘গসিপ’ হয়ে থেকেছে ডিম্পল ও রাজেশের দাম্পত‍্য জীবন। একসঙ্গে সংসার করলেও ডিম্পল যে সানি দেওলের প্রতি অনুরক্ত ছিলেন তা কারোরই অজানা নয়। কিন্তু আলাদা থাকলেও কখনোই আইনি বিচ্ছেদ হয়নি দুজনের। ‘আরাধনা’, ‘কাটি পতঙ্গ’, ‘অমর প্রেম’, ‘আনন্দ’ এর মতো ছবি বলিউডকে উপহার দিয়েছেন রাজেশ খান্না। ২০১২ র ১৮ জুলাই শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন তিনি।


Niranjana Nag

সম্পর্কিত খবর