বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চায়েত ভোট শেষ, তবে থামার নাম নিচ্ছে না বোমা বিস্ফোরণ (Bomb Blast)! ক্ষনে ক্ষনে কেঁপে উঠছে বাংলার মাটি। এবার মুর্শিদাবাদের (Murshidabad) কান্দির মণিগ্রামে ঘটল ভয়াবহ বিস্ফোরণ। জানা গিয়েছে, ডিম পাড়ার জন্য পরিত্যক্ত শৌচাগারে ঢুকে গিয়েছিল একটি মুরগি (Hen)। সেই সময়ই বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা।
সূত্রের খবর, পঞ্চায়েতে ওই মণিগ্রামের তৃণমূল (Trinamool Congress) প্রার্থী জয়ী হন। এরপর বৃহস্পতিবার সকালে বিজয় মিছিল বেরোনোর কথা থাকলেও গ্রামের একাংশের আপত্তির কারণে তা হয়নি। যে রাস্তা দিয়ে ওই মিছিল যাওয়ার কথা ছিল তার পাশেই একটি পরিত্যক্ত শৌচাগারে বোমা মজুত ছিল বলে জানা গিয়েছে।
বোমা বিস্ফোরণের জেরে ইতিমধ্যেই শৌচাগারটি যে বাড়ির অংশ, সেই বাড়ির এক মহিলাকে আটক করেছে পুলিশ। বাড়ির অন্যান্য সদস্যরা পলাতক। ওই মহিলাই জানায়, বৃহস্পতিবার সকালে ওই পরিত্যক্ত শৌচাগারে ডিম পাড়তে গিয়েছিল একটি মুরগি। তার ধাক্কায় বোমা ঢাকা দেওয়া একটি বালতি উল্টে যায়। তখনই বিস্ফোরণ ঘটে।ঘটনায় শৌচালয়ের একটি অংশও ভেঙে গেছে বলে জানা গিয়েছে।
যদিও ওই শৌচালয় থেকে মুরগির ডিম কিংবা দেহ পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। ওই মহিলা সত্যি কথা বলছেন কিনা সেই নিয়ে ধন্দ তৈরী হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। অন্যদিকে এই বিস্ফোরণ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
এই ঘটনায় কান্দি পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য সুকান্ত ত্রিবেদীর দাবি এর পেছনে বিরোধীদের হাত রয়েছে। অন্যদিকে বিরোধীদের দাবি শাসকদল তৃণমূলই এই সব বোমাবাজি ঘটনার নেপথ্যে।