মিড-ডে মিল আনতে গিয়ে বিস্ফোরণ! বল ভেবে খেলতে গিয়ে মুর্শিদাবাদে মর্মান্তিক পরিণতি তিন শিশুর

বাংলা হান্ট ডেস্ক: বল ভেবে তুলতে গিয়ে বিপত্তি! বোমা ফেটে জখম তিন শিশু। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) ফরাক্কার (Farakka) হাউসনগরে। আহতদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গিয়েছে, বুধবার সকালে হাউসনগর এলাকায় তিন শিশু আইসিডিএস সেন্টারে মিড-ডে মিলের (Mid Day Meal) খাবার আনতে যাচ্ছিল। সেখানে যাওয়ার সময়পুকুর পারে বল ভেবে বোমা (Bomb) তুলে ফেলে তারা। আর সেই বোমা ছুড়ে ফেলতেই, তা থেকে বিস্ফোরণ ঘটে। যার জেরে তিন শিশু জখম হয়। সঙ্গে সঙ্গে ওই তিন শিশুকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন ৩ শিশু।

bomb blast wb 2

পরিবারের দাবি, বোমাকে বল ভেবে খেলতে গিয়েই এই দুর্ঘটনা ঘটেছে। আহতদের হাতে ও পায়ে চোট লেগেছে। চরম আতঙ্কিত হয়ে পড়েছে তারা। পুকুরপারে কীভাবে ওই বোমাগুলি এলো, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন পরিবারের সদস্যরা। একই প্রশ্ন এলাকার বাসিন্দাদের। আতঙ্কে রয়েছে এলাকার মানুষজন।

আরও পড়ুন: সেনা-জঙ্গির গুলির লড়াই! ফের অশান্ত কাশ্মীর, নিহত ২ ভারতীয় জওয়ান

প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের (Panchayat Election) আবহে রাজ্যের একের পর এক জায়গায় বোমা ফেটে জখম হয়েছিল বেশ কয়েকজন শিশু। মুর্শিদাবাদের সালারের বাবলা গ্রামে একটি কৌটো নিয়ে খেলতে গিয়ে তা ফেটে যায়। আহত হয় ২ শিশু। সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে বসিরহাট পুরসভার নলকোড়া গ্রামের গোলাপবাগান এলাকায়। বোমাকে বল ভেবে কুড়িয়ে আনার পথে বিকট শব্দে ফাটে সেই বোমা। মুহূর্তে উড়ে যায় শিশুর কবজি। এরপরও একই ধরনের ঘটনা ঘটে! এবার ফের সেই ঘটনার সাক্ষী থাকল হাউসনগর।


Monojit

সম্পর্কিত খবর