সেনা-জঙ্গির গুলির লড়াই! ফের অশান্ত কাশ্মীর, নিহত ২ ভারতীয় জওয়ান

বাংলা হান্ট ডেস্ক: ভূ-স্বর্গে ফের সেনা-জঙ্গির লড়াই। জম্মু ও কাশ্মীরের (Jammu & Kashmir) রাজৌরির (Rajouri) বাজি মলের জঙ্গলে সেনা কর্মী এবং সন্ত্রাসীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের খবর প্রকাশ্যে। এনকাউন্টারে (Encounter) দুই সেনা জওয়ান শহিদ হয়েছেন। বুধবার সেখানে অভিযান চালায় সেনা ও পুলিশের বাহিনী। বাহিনীর সদস্যদের দেখে গুলি চালাতে থাকে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় বাহিনীও।

প্রসঙ্গত, গত সপ্তাহে রাজৌরি জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে এক সন্ত্রাসবাদী নিহত হয়েছিল। সেনাবাহিনী সূত্রে খবর, বুধবার সকাল থেকে জঙ্গি দমন অভিযানে অংশ নিয়েছিলেন সেনা বাহিনীর একটি দল। সেখানেই ছিলেন ৬৩ নম্বর রাষ্ট্রীয় রাইফেলসের এক সেনা অফিসার।

ওই দলটি রাজৌরির বাজি মল জঙ্গলে টহল দিচ্ছিল। সেই সময় তাঁদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেন সেনা জওয়ানরা। শুরু হয় দু’পক্ষের গুলির লড়াই। সেসময়ই নিহত হন সেনা অফিসার এবং এক জওয়ান।

kashmir 3

উল্লেখ্য, গত সপ্তাহেই ভূ-স্বর্গে তিন লস্কর-ই-তৈয়বার (Lashkar-e-taiba) সন্ত্রাসীদের নিকেশ করে ভারতীয় সেনা। কিন্তু এবার সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে প্রাণ গেল দুই সেনার। শেষ পাওয়া খবর অনুযায়ী, সেখানে তল্লাশি অভিযান জারি রয়েছে। সূত্রের খবর, ওই জায়গায় দুই জঙ্গি লুকিয়ে রয়েছে‌। তাদের পাকড়াও করতে চেষ্টা চালাচ্ছে সেনা।

Avatar
Monojit

সম্পর্কিত খবর