পাকিস্তানের কোয়েটার একটি মসজিদের ভিতর বোমা বিস্ফোরণে ইমাম সহ মৃত ১৫

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ পাকিস্তানের (Pakistan) বালুচিস্তান (Balochistan) প্রান্তের কোয়েটায় (Quetta) শুক্রবার একটি মসজিদে বোমা বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণে ১৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। মৃত ব্যাক্তিদের মধ্যে একজন পুলিশ অফিসারও ছিলেন। এই হামলায় অনেকে আহতও হয়েছে। এলাকায় এখন উদ্ধারকার্য চলছে। এখনো পর্যন্ত কোন জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে।

মৃত ব্যাক্তিদের মধ্যে মসজিদের ইমামও ছিলেন। এক্সপ্রেস ট্রিবিউন নিউজের অনুসারে, এই ধামাকা খুবই শক্তিশালী ছিল। আর এই ধামাকা কোয়েটার স্যাটেলাইট টাউনের একটি মসজিদে হয়েছিল।

বোম বিস্ফোরণের পর এলাকায় সমস্ত হাসপাতালে এমার্জেন্সি ঘোষণা করা হয়েছে। এই বোমা বিস্ফোরণ কি প্রকারের ছিল, সেটারও তদন্ত চলছে।

আপনাদের জানিয়ে রাখি, দুই তিনদিন আগে কোয়েটাতে এই প্রকারের একটি বোমা বিস্ফোরণ হয়েছিল আর ওই ধামাকায় দুজনের মৃত্যু হয়েছিল এবং অনেক মানুষ আহত হয়েছিলেন। এই ধামাকা সেনার একটি গাড়ির পাশে হয়েছিল।

X