বাংলা হান্ট ডেস্কঃ ব্যারাকপুরের জগদ্দল মেঘনা মোড়ে ফের চাঞ্চল্য। প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিংয়ের (Arjun Singh) বাড়ির একেবারে পাশেই সোমবার গভীর রাতে ঘটে গেল বোমা বাজি ও গাড়ি ভাঙচুরের ঘটনা। ঘটনার পর গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অর্জুন সিংয়ের (Arjun Singh) বাড়ির লাগোয়া পাড়াতেই প্রতিবছর একটিBomb blast near former BJP MP Arjun Singh’s house দুর্গাপুজো হয়। সোমবার রাতে সেই পুজো মঞ্চেই কয়েকজন যুবক গান বাজনার তালে নাচানাচি করছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেই সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন ভাটপাড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলারের ছেলে নমিত সিং। অভিযোগ, হঠাৎই নমিত সিং তাঁর দলবল নিয়ে ওই যুবকদের উপর চড়াও হন। পরিস্থিতি দ্রুত অশান্ত হয়ে ওঠে।
আতঙ্ক অর্জুন সিংয়ের (Arjun Singh) এলাকায়
ঘটনার সময় রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের (Arjun Singh) ভাইপো সঞ্জয় সিংহের গাড়ি। অভিযোগ, হামলার মাঝেই বোমা ছোড়া হয় এবং গাড়িটিকে লক্ষ্য করে ভাঙচুর চালানো হয়। এক প্রত্যক্ষদর্শী বলেন, “হঠাৎ করেই বিস্ফোরণের শব্দ শুনতে পাই। তারপরে দেখি কয়েকজন গাড়ি ভাঙচুর করছে। আমরা ভয়ে দৌড়ে পালাই।” এলাকাবাসীর দাবি, এই ঘটনার পর রাতভর আতঙ্কে কেটেছে।
এই ঘটনার পরই রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিজেপি নেতারা অভিযোগ তুলেছেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রাক্তন সাংসদের (Arjun Singh) পরিবারকে টার্গেট করে এই হামলা চালানো হয়েছে। স্থানীয় বিজেপি নেতা জানান, “অর্জুন সিং বারবার আক্রমণের নিশানায়। এটা দুর্ঘটনা নয়, পরিকল্পিত হামলা।” অন্যদিকে তৃণমূল শিবিরের তরফে পাল্টা দাবি করা হয়েছে, বিজেপি নিজেদের মধ্যে গোষ্ঠী কোন্দল ঢাকতে এই ঘটনাকে রাজনৈতিক রঙ দেওয়া হ চ্ছে। এক স্থানীয় তৃণমূল কর্মীর দাবি, “নমিত সিংয়ের নামে যে অভিযোগ তোলা হচ্ছে, তা ভিত্তিহীন। পুজোর আসরে কিছু যুবক নেশাগ্রস্ত অবস্থায় গোলমাল পাকাচ্ছিল, সেই কারণেই অশান্তি।”
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
ঘটনার পর রাতেই বিশাল পুলিশবাহিনী পৌঁছয় ঘটনাস্থলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি এলাকা জুড়ে শুরু হয় টহল। তবে বোমা বাজির অভিযোগ নিয়ে এখনও ধন্দে পুলিশ। পুলিশের এক আধিকারিক বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।” কিন্তু রাজনৈতিক মহলের প্রশ্ন, প্রাক্তন সাংসদের বাড়ির একেবারে পাশে এই ধরনের ঘটনা ঘটল অথচ প্রশাসন আগে থেকে কেন কোনো ব্যবস্থা নিতে পারল না?
আরও পড়ুনঃ ভোটের আগেই নতুন চক্রান্ত? ৮০ হাজার মুসলিম ভোটারদের নাম কাটার অভিযোগ বিজেপির বিরুদ্ধে
উৎসবের মরসুমে প্রাক্তন সাংসদের (Arjun Singh) বাড়ির পাশে এমন বোমাবাজির ঘটনা স্বাভাবিকভাবেই মানুষের মনে ভয় ঢুকিয়ে দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের কথায়, “এখানে প্রতিদিন বাচ্চারা খেলে। পুজোর সময় এত ভিড় থাকে। হঠাৎ যদি বড় দুর্ঘটনা ঘটত!” তারা দ্রুত কড়া পদক্ষেপের দাবি তুলেছেন।