বাংলা হান্ট ডেস্কঃ ভোটের আগেও যথেষ্ট তাপ উত্তাপ তৈরি হয়েছিল ময়না বিধানসভা এলাকাকে কেন্দ্র করে। এলাকার বর্তমান বিধায়ক অশোক দিন্দা। নির্বাচনের আগে এই এলাকায় যথেষ্ট সমস্যাতেও করতে হয়েছিল তাকে। এবার ফের একবার ভোট-পরবর্তী ক্ষেত্রে উত্তপ্ত হয়ে উঠল ময়না। ভরসন্ধ্যায় এক তৃণমূল সমর্থকের বাড়ির নির্মীয়মান দোতলায় হঠাৎই ফেটে যায় বোমা। বিকট বিস্ফোরণে সচকিত হয়ে যায় সকলেই। যদিও পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোন হতাহতের ঘটনা ঘটেনি।
ময়নার যে বাড়িতে এই ঘটনাটি ঘটেছে সেখানকার বাসিন্দা সুনীল মণ্ডল একজন তৃণমূল সমর্থক। দীর্ঘদিন ধরেই রোগগ্রস্ত তিনি। প্যারালাইসিসের কারণে আপাতত তার শারীরিক অবস্থাও ভালো নয়। এমতাবস্থায় তার বাড়ি থেকে এমন বিস্ফোরণের ঘটনা রীতিমতো হতবাক করে দিয়েছে সকলকে। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি,এলাকায় স্থানীয় বিজেপি কর্মীদের ওপর হামলা চালানোর জন্য কিভাবে বোমা মজুত করেছিল তৃণমূল। নির্বাচনের পরেও উত্তপ্ত ময়নারই এক প্রতিচ্ছবি আবারও যেন ফুটে উঠল এই ঘটনায়।
অন্যদিকে বচকা এলাকার এই ঘটনায় তৃণমূলের দাবি, অসুস্থতার সুযোগে কোনভাবে সুনীল মন্ডলের বাড়িতে বোমা মজুত করছে বিজেপি। তাদের লক্ষ্য এলাকার হাওয়া গরম করা। তৃণমূলের ব্লক সভাপতি সুব্রত মালাকার বলেন, “সুনীল মণ্ডল একজন তৃণমূলকর্মী। এক বছর আগে ওনার প্যারালিসিস হয়ে যায়। পারিবারিক অবস্থাও ভাল নয়, দিন এনে দিন খেয়ে কাটে। তাঁর বাড়িতে বোমা রেখের আসার কথা আমরা ভাবতেও পারি না।”
অন্যদিকে বিজেপি অবশ্য এই মত মানতে নারাজ। তাদের দাবি এলাকায় সন্ত্রাস তৈরি করার চেষ্টা করছে তৃণমূল কর্মীরা। পুলিশকে জানিয়েও কোনো ফল হয়নি। এ বিষয়ে এখন সরোজমিনে তদন্ত করছে পুলিশ। এলাকার উদ্দেশ্যে ইতিমধ্যেই রওনা দিয়েছেন স্থানীয় বিজেপি বিধায়ক অশোক দিন্দা। এদিন তিনি বাংলা হান্টকে জানান, “আমি এখন ওখানেই যাচ্ছি। ঘটনাটি খতিয়ে দেখার পর অবশ্যই দেখবো কী করা যায়।”