বোমাবাজির জেরে আতঙ্কে গ্রামবাসীরা,জেনে নিন কোথায়!

 

নিজস্ব সংবাদদাতা, বোলপুর, বীরভূম: – ২০১৯ সালের চতুর্থ দফা লোকসভা নির্বাচনে বীরভূম ছিল প্রচণ্ড উত্তপ্ত। সেই লোকসভা ভোট শেষ হতেই আবারও উত্তপ্ত বীরভূমের সাঁইথিয়া থানার অন্তর্গত কানাইপুর এলাকা।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার রাশ কার দখলে থাকবে সেই নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠী শেখ মোতাই ও শেখ লালবাবুর অনুগামীদের মধ্যে গতকাল সকাল থেকে ব্যপক বোমাবাজি চলে। এই বোমাবাজির জেরেই আতঙ্কিত হন গ্রামবাসীরা। পরে সাঁইথিয়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

15f34 img 20190502 wa0061
যদিও সমস্ত ঘটনাটি অস্বীকার করেছেন তৃণমূলের জেলা নেতৃত্ব। তাদের অভিযোগ,যে দুই দলের মধ্যে অশান্তি সৃষ্টি হয়েছিল তারা এক হচ্ছে তৃনমূল কর্মী আর এক বিজেপি কর্মী।

সমস্ত ঘটনাটির পর আজ সাঁইথিয়া থানার পুলিশ আধিকারিকেরা তিন ড্রাম বোমা উদ্ধার করেন ওই এলাকার পাশের এক মাঠ থেকে। ও এক জনকে গ্রেফতারোও করেন।

সম্পর্কিত খবর