পুলিশের হস্তক্ষেপ চলবে না। শ্রমের দাবিতে সোনগাছির পতিতাদের মিছিল

বাংলা হান্ট ডেস্ক :- শ্রমিকের অধিকার ও পূর্ণ দাবীতে এবার যৌনকর্মীরা রাস্তায় বের করল মিছিল।মিছিলে ছিল তাঁদের সন্তানরাও। ১লা মে তাই এই দাবিতে কাজও বন্ধ রাখেন তাঁরা।

প্রসঙ্গত, সোনাগাছি সহ রাজ্যের সমস্ত যৌনপল্লীর যৌনকর্মীরা সরকারি নানা সুবিধা পাচ্ছেন। এমনকী তারা বিভিন্ন প্রকল্পের অন্তর্ভুক্ত যেমন-আধার কার্ড, রেশন কার্ড, স্বাস্থ্যবিমা হয়েছেঅনেকেরই। কিন্তু তবু, শ্রমিকের অধিকার থেকে বঞ্চিত তাঁরা। এটাই এখন মর্মে মর্মে আঘাত করে যৌনকর্মীদের। তাঁদের মূল দাবি হল যৌনকর্মী হিসাবে সরকারী শ্রমদপ্তরে তাদের নাম নথিভুক্ত করতে হবে।

d7172 img 20190502 wa0060 1

তাছাড়া,সোনাগাছির প্রতিটি অলিগলি তে রয়েছে নানান অভিযোগ। তাঁদের বক্তব্য, “এটি আমাদের পেশা হওয়া সত্বেও কেন পুলিশ হয়রানি করবে? আর কবে এসব বন্ধ হবে”??? এসব নানাবিধ প্রশ্নই ছিল কালকের মিছিলের মূল বক্তব্য।

সম্পর্কিত খবর