বোমা মেরে পর পর ১৫টি স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি! শহরজুড়ে চাঞ্চল্য, শুরু খানাতল্লাশি

Published On:

বাংলা হান্ট ডেস্ক : বেঙ্গালুরুর (Bengaluru) ১৫ টি শিক্ষা প্রতিষ্ঠানকে ঘিরে বোমাতঙ্ক (Bomb Threat)। ইমেইল মারফত এর ভয়ানক হুমকি। ইতিমধ্যেই শহর জুড়ে শুরু নেমেছে আতঙ্কের পারদ। জায়গায় জায়াগয় জারি হয়েছে রেড অ্যালার্ট। শহরের রাস্তা ছেয়ে গেছে পুলিশে। ইতিমধ্যেই শহরের নানা স্কুলে তল্লাশি শুরু করেছে পুলিশ। বোম্ব স্কোয়াডও পৌঁছে গেছে বিভিন্ন স্কুলে।

পড়ুয়াদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে

যদিও খানাতল্লাশির পরেও মেলেনি কোনও সন্দেহজনক বস্ত। তবে অভিভাবকদের মধ্যে শুরু হয়েছে তৎপরতা। বোমা হামলার হুমকি সামনে আসতেই সাতটি স্কুলের সমস্ত ছেলেমেয়েদের স্কুল থেকে বের করে আনার অভিযান শুরু হয়েছে। ইতিমধ্যেই তাদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থাও করা হচ্ছে বলে খবর।

গত বছরও ৩০ টি স্কুলে আসে বোমা হামলার হুমকি

প্রসঙ্গত উল্লেখ্য, শুক্রবারই এই হুমকির মেইল এসেছে বেঙ্গালুরুর স্কুলে স্কুলে। মেইল পাওয়া মাত্রই স্থানীয় পুলিশ তদন্তে নেমে পড়ে। ওদিকে পড়ুয়াদের অভিভাবকরা আতঙ্কে থাকলেও তাদের আশ্বস্ত করেছে তদন্তকারী কর্মকর্তারা। উল্লেখ্য, গত বছরও প্রায় ৩০টি স্কুল বোমা হামলার হুমকি দিয়ে একটি সতর্কবার্তা আসে।

bengaluru schools bomb threat

আরও পড়ুন : ব্রিজ, রেল লাইন অতীত, রাতারাতি গায়েব আস্ত মোবাইল টাওয়ার! ঘুম ভাঙতেই তাজ্জব গ্রামবাসী

এছাড়াও গত বছর মার্চ মাসে এরকম একটি ইমেইল আসে যাতে বলা হয়, ৭টি স্কুল চত্বরে বিস্ফোরক রাখা হয়েছে। এরপরই ঐ হুমকি ইমেইলকে গুরুত্ব সহকারে নেওয়া হয় এবং স্কুলগুলোর নিরাপত্তা বাড়ানো হয়। তবে পুলিশের প্রাথমিক অনুমান, এই হুমকি একটি মিথ্যে প্রতারণা ছাড়া আর কিছুই নয়।

Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X