RSS-র সদর দফতরে বোমা হামলার হুমকি! কড়া নিরাপত্তা বলয়ে ঢাকল নাগপুর

বাংলা হান্ট ডেস্ক : আবারও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদর (RSS) দফতরে বোমা মারার হুমকি। বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে নাগপুরের আরএসএস-এর সদর দফতর। শনিবার দুপুরে এমনই এক হুমকি ফোন আসে। আর তার পর থেকেই কঠিন নিরাপত্তা বলয়ে মোড়া হয়েছে সদর দফতর। বম্ব ডিসপোজাল স্কোয়াডের পাশাপাশি রয়েছে পুলিসের সারমেয় বাহিনী। এমনকি মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনীর অতিরিক্ত জওয়ানও। কে বা কারা এই ফোন করে হুমকি দিল, কী উদ্দেশ্য ছিল তাদের, তাই খতিয়ে দেখছে মহারাষ্ট্র পুলিস।

পুলিস সূত্রে জানা যাচ্ছে, শনিবার দুপুর একটা নাগাদ একটি উড়ো ফোন আসে। সেই ফোনের অপর প্রান্ত থেকে নাগপুরে আরএসএস দফতরে বোমা মারার হুমকি দেওয়া হয়। এ প্রসঙ্গে মহারাষ্ট্র পুলিসের জোন থ্রির ডিসিপি গোরাখ ভামরে জানান, দুপুর একটা নাগাদ পুলিস কন্ট্রোল রুমে একটি ফোন আসে। সেখানেই হুমকি দেওয়া হয়, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদর দফতর বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। এরপরই তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া হয়।

   

rss

ফোন পাওয়া মাত্রই আরএসএস হেড কোয়ার্টারের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়। পাঠানো হয় বম্ব স্কোয়াড। কোথাও বিস্ফোরক লুকিয়ে রাখা হয়েছে কি না তা জানতে ডগ স্কোয়াড বা পাঠানো হয়। অনেক তল্লাশির পরও কোথাও কিছু পাওয়া যায়নি। জানা যাচ্ছে নাগপুরের এই দফতরের নিরাপত্তার দায়িত্ব রয়েছে সিআরপিএফের উপর। হুমকি পাওয়া মাত্রই পরই নিরাপত্তায় জওয়ানের সংখ্যা বাড়ানো হয়েছে। কারা আসা-যাওয়া করছেন, তার দিকেও কড়া নজর রাখা হয়েছে।

কিন্তু কে এই ফোন করেছিল, তা এখনও জানা সম্ভব হয়নি। নম্বর ট্র্যাক করে সেই ব্যক্তির হদিশ পেতে চাইছে পুলিস। কে বা কারা এই হামলার পরিকল্পনা করেছে, নাকি এটি নিছকই উড়ো ফোন, তা জানতে তদন্ত শুরু করেছে মহারাষ্ট্র পুলিস।

ad2
Avatar
Sudipto

সম্পর্কিত খবর