মিলল বড়সড় তথ্য! এবার এই চারটি সরকারি বিমা সংস্থা যুক্ত হতে চলেছে LIC-র সাথে

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই দেশে বেশ কয়েকটি সংস্থার বেসরকারীকরণের ঘটনা ঘটেছে। পাশাপাশি বিভিন্ন সংস্থার ক্ষেত্রে সংযুক্তিকরণের (Merge) বিষয়টিও সামনে এসেছে। ঠিক সেই আবহেই এবার একটি বড় খবর মিলেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার দেশের চারটি সরকারি সাধারণ বিমা কোম্পানি LIC (Life Insurance Corporation of India)-র সঙ্গে সংযুক্ত হতে পারে।

যার মধ্যে রয়েছে ন্যাশনাল ইন্স্যুরেন্স, নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স, দ্য ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স এবং ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি। এই প্রসঙ্গে ব্যবসায়িক বিশেষজ্ঞরা জানিয়েছেন যে, বিমা নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষ (Insurance Regulatory and Development Authority of India, IRDAI) আইন ১৯৯৯ এবং বিমা আইন ১৯৩৮-এর অধীনে এটি সংশোধন করার প্রস্তাব করা হয়েছে।

কি বলা হয়েছে প্রস্তাবিত সংশোধনীতে: এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, প্রস্তাবিত সংশোধনীতে বলা হয়েছে, দেশে জীবন এবং নন-লাইফ বিমা পলিসি বিক্রি করার জন্য শুধুমাত্র একটি স্বীকৃত কোম্পানি থাকা উচিত। যা বিমা নিয়ন্ত্রককে ন্যূনতম মূলধন নির্ধারণ করে বিধিবদ্ধ সীমা দূর করতে সহায়তা করবে।পাশাপাশি এরই সঙ্গে আরেকটি এগ্রিকালচারাল ইন্স্যুরেন্স কোম্পানিকে সংযুক্ত করা হতে পারে বলেও জানানো হয়েছে।

প্রকৃতপক্ষে, এই বিষয়ে তথ্য দিয়ে একজন সিনিয়র আধিকারিক জানিয়েছেন, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এর আগে ঘোষণা করেছিলেন যে কৌশলগত খাতের ক্ষেত্রে কেবল চারটি সংস্থাই সরকারি হতে পারে। অর্থাৎ, এইভাবে সরকার তার চারটি নন-লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিকে LIC-এর সাথে সংযুক্ত করতে পারে। অন্যদিকে, ওই সংস্থাগুলির কর্মচারীরাও সংস্থাগুলিকে LIC-তে সংযুক্ত করার দাবি জানিয়ে আসছেন।

lic policy 1575445432 1

জানা গিয়েছে আরও একটি বড় খবর: অন্যদিকে, আরও একটি বড় খবর সামনে এসেছে যে, এখন বেসরকারি ক্ষেত্র থেকেও LIC-তে চেয়ারম্যান হওয়ার সুযোগ পাওয়া যাবে। উল্লেখযোগ্যভাবে, এটি ৬৬ বছরে প্রথমবার ঘটেছে যেখানে LIC-র নিয়ন্ত্রণ প্রাইভেট চেয়ারম্যানের হাতে চলে যাবে। তবে, এখনও পর্যন্ত চলা নিয়ম অনুযায়ী প্রতিষ্ঠানটির এমডিকেই এটির চেয়ারম্যান করা হত।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর